Page 1 of 1

About: Youtube and proxies

Posted: Sat Dec 29, 2012 6:06 pm
by Prosenjit Basak
Youtube এ ধোকার অনেক চেষ্টা করছিলাম। পরে শুনলাম Youtube নাকি বন্ধ কইরা দিছে । তার পরও উপায় আছে ? একজনের কাছে শুনছিলাম যে http এর বদলে https দিলে নাকি Youtube চালু হয় । Apply করলাম কিন্তু কোনো লাভ হয় নাই । আরও কি কোনো উপায় আছে ?

Re: Experiment of Galileo

Posted: Sat Dec 29, 2012 10:51 pm
by kfoozminus
কি আশ্চর্য! আমার ইউটিউব দেখতে কোন সমস্যা হয় না! কেন কে জানে!(বোধহয় সরকারী জিনিস ব্যবহার করি ঐজন্যে!)

@Prosenjit, মাঝে যখন ফেসবুক বন্ধ করসিল, তখন আমি "Freegate" নামের একটা সফটওয়্যার ব্যবহার করসিলাম(এইটা সম্ভবত শুধু IE তে কাজ করে)। freegate গুগল করলেই পাবা। অনেকে "Tor"(browser) ব্যবহার করে, তবে শুনসি এইটা ভাইরাস দেয়।

Re: Experiment of Galileo

Posted: Sun Dec 30, 2012 6:22 pm
by Phlembac Adib Hasan
Prosenjit Basak wrote:Youtube এ ধোকার অনেক চেষ্টা করছিলাম। পরে শুনলাম Youtube নাকি বন্ধ কইরা দিছে । তার পরও উপায় আছে ? একজনের কাছে শুনছিলাম যে http এর বদলে https দিলে নাকি Youtube চালু হয় । Apply করলাম কিন্তু কোনো লাভ হয় নাই । আরও কি কোনো উপায় আছে ?
YouTube বন্ধ করার আগে যারা ঢুকেছেন এবং পরে cookies অথবা catch ডিলেট করেননি শুধু তারাই সরাসরি https দিয়ে ঢুকতে পারেন। তবে আপনারও দুঃখ করার কোন কারণ নেই। কোন সফটওয়্যার/অ্যাড অন/প্রক্সি দিয়ে একবার YouTube-এ ঢুকে নিন, তাহলেই চলবে। এরপর নতুন করে catch/cookies ডিলেট করার আগ পর্যন্ত কোন সমস্যা ছাড়াই ঢুকতে পারবেন।

Re: Experiment of Galileo

Posted: Mon Dec 31, 2012 12:06 pm
by Prosenjit Basak
Thanks সব কিছুর জন্য । লোহা ও তুলার ব্যাপারটা এখন বুঝতে পারছি । সাথে Youtube চালানোর উপায়টাও পেয়ে গেলাম ।

Re: Experiment of Galileo

Posted: Mon Dec 31, 2012 7:59 pm
by nafistiham
Phlembac Adib Hasan wrote:
Prosenjit Basak wrote:Youtube এ ধোকার অনেক চেষ্টা করছিলাম। পরে শুনলাম Youtube নাকি বন্ধ কইরা দিছে । তার পরও উপায় আছে ? একজনের কাছে শুনছিলাম যে http এর বদলে https দিলে নাকি Youtube চালু হয় । Apply করলাম কিন্তু কোনো লাভ হয় নাই । আরও কি কোনো উপায় আছে ?
YouTube বন্ধ করার আগে যারা ঢুকেছেন এবং পরে cookies অথবা catch ডিলেট করেননি শুধু তারাই সরাসরি https দিয়ে ঢুকতে পারেন। তবে আপনারও দুঃখ করার কোন কারণ নেই। কোন সফটওয়্যার/অ্যাড অন/প্রক্সি দিয়ে একবার YouTube-এ ঢুকে নিন, তাহলেই চলবে। এরপর নতুন করে catch/cookies ডিলেট করার আগ পর্যন্ত কোন সমস্যা ছাড়াই ঢুকতে পারবেন।
I believe that is cache.
and, how to start a proxy server ?

Re: About: Youtube and proxies

Posted: Tue Jan 01, 2013 1:27 am
by *Mahi*
The discussion was getting a little off-topic from Galileo's Experiment, so I split the topic and moved it to site support.
And are you talking about using or opening a proxy server?

Re: Experiment of Galileo

Posted: Tue Jan 01, 2013 2:35 pm
by Phlembac Adib Hasan
nafistiham wrote:
Phlembac Adib Hasan wrote:
Prosenjit Basak wrote:Youtube এ ধোকার অনেক চেষ্টা করছিলাম। পরে শুনলাম Youtube নাকি বন্ধ কইরা দিছে । তার পরও উপায় আছে ? একজনের কাছে শুনছিলাম যে http এর বদলে https দিলে নাকি Youtube চালু হয় । Apply করলাম কিন্তু কোনো লাভ হয় নাই । আরও কি কোনো উপায় আছে ?
YouTube বন্ধ করার আগে যারা ঢুকেছেন এবং পরে cookies অথবা catch ডিলেট করেননি শুধু তারাই সরাসরি https দিয়ে ঢুকতে পারেন। তবে আপনারও দুঃখ করার কোন কারণ নেই। কোন সফটওয়্যার/অ্যাড অন/প্রক্সি দিয়ে একবার YouTube-এ ঢুকে নিন, তাহলেই চলবে। এরপর নতুন করে catch/cookies ডিলেট করার আগ পর্যন্ত কোন সমস্যা ছাড়াই ঢুকতে পারবেন।
I believe that is cache.
and, how to start a proxy server ?
catch এবং cookies দুইটাই লাগে। যেমন catch ছাড়া আপনি যদি ঢুকেন তাহলে wwwডটyoutubeডটcom থেকে ব্রাউজার আপনাকে http://www.youtube.com-এ নিয়া যাবে। এছাড়া একটা পেজে যত ভিডিওর লিঙ্ক তার সবগুলাই http দিয়ে যাবে। আর cookies validate না থাকলে youtube-এ ঢোকার চিন্তাও করা যায় না।
আর প্রক্সির জন্য গুগল আছে না। (Google Is Your Friend...)
সবচেয়ে সহজ হচ্ছে add-on লাগিয়ে নেওয়া। stealthy নামে একটা অ্যাড অন আছে, ক্রোম-ফায়ারফক্স সাপোর্ট করে। এটা enable করলে স্বয়ংক্রিয়ভাবে যেকোনো দেশ থেকে প্রক্সি সার্ভার সিলেক্ট করে নেয়। (শুধু ঠিক করে দিতে হয় কোন region বর্জন করবে। যেমন youtubeএর জন্য চাইলে বাংলাদেশ, পাকি, ইরান বাদ। আমি অবশ্য সেট আপ করে নিয়েছি যাতে শুধু ইউএসএর সার্ভার নেয়।)

Re: About: Youtube and proxies

Posted: Wed Jan 02, 2013 3:16 am
by kamrul2010
আমার কাছে সবথেকে সহজ উপায় যেটা মনে হয় সেটাও বলে দেই।

অনলাইন ঈশ্বরের মাধ্যমে Ultrasurf নামায়া নেন, সাইজ কত মনে নাই, দেড় মেগাবাইটের বেশি হবার কথা না!
ডাবল ক্লিক করুন!
এবং ইউটিউব ওপেন করুন!

এইটার সুবিধা হইতেসে, প্রক্সিতে কিছুটা হইলেও স্পীড এফেক্ট করে, এইটাতে একদমই করে না! এবং সবথেকে ধারাবাহিক, আজ পর্যন্ত একবারো ইউটিউবে ঢুকতে আমার কোনো সমস্যা হয় নাই।