Page 1 of 1

Math Olympiad type coaching

Posted: Tue Feb 19, 2013 2:54 am
by Reza_raj
Is there any Math Olympiad coaching or something like this in Dhaka?

Re: Math Olympiad type coaching

Posted: Tue Feb 19, 2013 3:36 pm
by *Mahi*
Reza_raj wrote:Is there any Math Olympiad coaching or something like this in Dhaka?
বড়ই ভাল প্রশ্ন।

এক কথায় উত্তর: নাই।
কিন্তু ম্যাথ ক্লাব আছে : https://www.facebook.com/groups/rgs314/

Re: Math Olympiad type coaching

Posted: Tue Feb 19, 2013 10:44 pm
by sourav das
Reza_raj wrote:Is there any Math Olympiad coaching or something like this in Dhaka?
দুনিয়ায় সব কিছু বাংলাদেশের পড়ালেখার মত না; বরঞ্চ অন্য কোন দেশে "পড়ালেখায় ভালো করা" এর জন্য কোচিং, স্যারদের কাছে পড়া, গাইড পড়া এত প্রচলিত বলে মনে হয় না। আমার মতে বাংলাদেশে পড়ালেখা কে পণ্য করে তুলতে আমাদের ভূমিকাও কম নয়। যেই কাজ আমরা চেষ্টা করলেই পারি সেই কাজেও আমরা সাহায্য নিতে চাই শুধুমাত্র পড়ালেখায় ভালো করার জন্য। আমাদের কাছে এস.এস.সি, এইচ.এইচ.সি তে ভালো করা; ভালো ইউনিভার্সিটি তে ভর্তি হওয়াই সার্থকতা।

কিন্তু আমার মতে গণিত অলেম্পিয়াড আনন্দের এবং অন্যরকম একটা চ্যালেঞ্জের বিষয়। এটাকে বাংলাদেশের পড়ালেখার মত মনে না করা টাই ভালো। যদি তুমি সত্যিই গণিত অলেম্পিয়াড এ ভালো করতে চাও তাহলে তোমাকে দৃঢ় হতে হবে এবং নিজেকেই এর পেছনে খাটতে হবে। এখানে নিজেকে নিজেরই প্রমাণ করতে হবে। আর গণিত ক্লাব গুলোতে গণিত চর্চা করার সুযোগ পাবে, কিন্তু ওগুলো কোচিং এর মত নয়।

শুধু সার্থকতা অর্জন বা সকলের সামনে নিজের কৃতিত্ব জাহির এর উদ্দেশে গণিত অলেম্পিয়াড এ ভালো করতে চাওয়ার ইচ্ছা আমার মতে গণিত অলেম্পিয়াডকে এস.এস.সি, এইচ.এইচ.সি তে ভালো করা; ভালো ইউনিভার্সিটি তে ভর্তি হওয়া; এরকম বিষয়ের সাথে এক করে ফেলে এবং আমার মনে হয় না বিষয়টা ভালো ( আমার মতে ভয়ঙ্কর খারাপ; তা না হলে আমি এত বড় লেকচার দিতাম না)। বরঞ্চ যদি গণিত অলেম্পিয়াডকে আনন্দ বা মজার মত মনে করে নিজের থেকে চেষ্টা করে ভালো করতে চাউয়া হয়, সেটাই একে অন্যরকম করে তোলে। তখন নিজের চেষ্টাতেই সব সম্ভব হয়।

Re: Math Olympiad type coaching

Posted: Wed Feb 20, 2013 11:08 pm
by Reza_raj
Thanks Sourov Das vai & Mahi vai...actually it was my mistake,Instead of mentioning club I just mentioned coaching...Actually i wanted to know that is there any Club especially:- Mymensingh Math Parallel club type.... :D

Re: Math Olympiad type coaching

Posted: Thu Feb 21, 2013 10:18 am
by Phlembac Adib Hasan
Reza_raj wrote:Thanks Sourov Das vai & Mahi vai...actually it was my mistake,Instead of mentioning club I just mentioned coaching...Actually i wanted to know that is there any Club especially:- Mymensingh Math Parallel club type.... :D
Hey dude, it's not a club, it's a school. There is a huge difference between MPMS and other math clubs/schools. MPMS never 'feeds' you any sort of knowledge, like the other clubs do. However, people who to cling to it become specialists within a short period.