Registration

Let's have some fun! If you love to discuss random topics, this is your place!
Asif Hasan
Posts:5
Joined:Fri Oct 25, 2013 11:16 pm
Registration

Unread post by Asif Hasan » Thu Oct 31, 2013 8:04 pm

I want to participate divitional math olympiad competition. Can anyone please describe the procedure!

User avatar
Phlembac Adib Hasan
Posts:1016
Joined:Tue Nov 22, 2011 7:49 pm
Location:127.0.0.1
Contact:

Re: Registration

Unread post by Phlembac Adib Hasan » Fri Nov 01, 2013 11:52 pm

১. সারা দেশকে অনেকগুলো অঞ্চলে ভাগ করা হয়। একেক অঞ্চলে একেক দিন রেজিস্ট্রেশন ও পরীক্ষা হয়। তাই আপনার অঞ্চল কোনটা আর সেখানে রেজিস্ট্রেশন, পরীক্ষা কবে, কোথায় সেসব তথ্যের জন্য প্রথম আলোতে চোখ রাখুন।

২. রেজিস্ট্রেশনের দিন খুব ভিড় হয় আর ফরম ৩-৪ ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। তাই সকাল সকাল ফরম তুলতে চেষ্টা করুন।

৩. ফরম তুলতে আইডি কার্ড বা এজাতীয় ছাত্রত্বের প্রমাণপত্র টাইপের কিছু লাগলে লাগতেও পারে।

৪. আঞ্চলিকে ১০টি প্রশ্ন থাকবে। প্রশ্নের পাশে শুধু উত্তর লেখার জায়গা থাকবে। অঙ্ক কিভাবে করা হল সেটা লিখতে হবে না। রাফের প্রয়োজন হলে বাড়তি কাগজ দেওয়া হবে। ক্যালকুলেটর, জ্যামিতিবক্স ব্যবহার করা যাবে না। সময় ১ ঘণ্টা।

৫. চ্যাম্পিয়ন, ১ম রানার আপ, ২য় রানার আপ হিসেবে মোটমাট ১০-১২ জন প্রতি ক্যাটেগরি থেকে জাতীয় অলিম্পিয়াডে আসার সুযোগ পায়।

Post Reply