bdmo-2018-main-banner
Print

২৯ জানুয়ারি ঢাকা আঞ্চলিক গণিত উত্সব

Math Final Logo


ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে কাল ২৯ জানুয়ারি, শুক্রবার অনুষ্ঠিত হবে ঢাকা আঞ্চলিক গণিত উত্সব।  উৎসবে চার ক্যাটাগরিতে মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়নঞ্জ ও ঢাকার ১৬২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণের কথা রয়েছে। সকাল নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তলনের মধ্য দিয়ে উত্সবের উদ্বোধন করবেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো: আব্দুল হান্নান। উদ্বোধনের পর সোয়াঘন্টার অলিম্পিয়াড এবং অলিম্পিয়াড শেষে বন্ধুতা পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রশ্নোত্তর পর্ব রয়েছে। দুপুর নাগাদ জাতীয় উৎসবের জন্য নির্বাচিতদের নাম ঘোষণার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

উত্সবে খুদে গণিতবিদদের উত্সাহ যোগাতে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীসহ উপস্থিত থাকবেন বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক লুত্ফুজ্জামান, অধ্যাপক খোদাদাদ খান, অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, বিশিষ্ট বিজ্ঞানী রেজাউর রহমান, অধ্যাপক আবদুল হাকিম খান, ফারসীম মান্নান মোহাম্মদী, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও আনিসুল হক, গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদার এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান, একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান সোহাগ প্রমূখ।

অংশগ্রহণকারীদের শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোষাক পড়ে প্রবেশপত্র, কলম ও পেন্সিল সঙ্গে নিয়ে সকাল সাড়ে আটটায় উৎসবস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ২৪ টি আঞ্চলিক গণিত উত্সবের বিজয়ীরা আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠেয় জাতীয় গণিত উত্সব ২০১৬ ও চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে।

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উত্সবের আয়োজন করেছে।


 

Print

কবে কোথায় আঞ্চলিক উত্সব (শেষ ১২টি উত্সব)

Math Final Logo

 

৮ জানুয়ারি, শুক্রবার

চট্টগ্রাম অঞ্চল : সেন্ট প্লাসিড উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম

 

১০ জানুয়ারি, রোববার

কুমিল্লা অঞ্চল: কুমিল্লা জিলা স্কুল, কুমিল্লা

 

১২ জানুয়ারি, মঙ্গলবার

নেত্রকোনা অঞ্চল: আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়, নেত্রকোনা

 

১৩ জানুয়ারি, বুধবার

ময়মনসিংহ অঞ্চল: প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল, ময়মনসিংহ

 

১৫ জানুয়ারি, শুক্রবার

রাঙামাটি অঞ্চল : লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙামাটি

 

১৬ জানুয়ারি, শনিবার

ফেনী অঞ্চল: ফেনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ফেনী

 

১৮ জানুয়ারি, সোমবার

পটুয়াখালী অঞ্চল: পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পটুয়াখালী

 

১৯ জানুয়ারি, মঙ্গলবার

বরিশাল অঞ্চল:বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল

 

২২ জানুয়ারি, শুক্রবার

শরীয়তপুর অঞ্চল: শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শরীয়তপুর

 

২৩ জানুয়ারি, শনিবার

টাঙ্গাইল অঞ্চল: বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজ, টাঙ্গাইল

 

২৬ জানুয়ারি, মঙ্গলবার

কক্সবাজার অঞ্চল: কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কক্সবাজার

 

২৯ জানুয়ারি, শুক্রবার

ঢাকা অঞ্চল: ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা


লক্ষ্য রাখুন:

  • উত্সব শুরু হবে সকাল সাড়ে আটটায়
  • পরীক্ষার সময় মুঠোফোন ব্যবহার করা যাবে না
  • অলিম্পিয়াডে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না
  • শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরে আসতে হবে
  • পরীক্ষার হলে প্রবেশপত্র, কলম ও পেনসিল সঙ্গে নিয়ে আসতে হবে
Print

ঢাকা আঞ্চলিক উত্সবের রেজিস্ট্রেশন : ১ ও ২ জানুয়ারি ২০১৬

Math Final Logo

 

ঢাকা আঞ্চলিক উৎসবে ‘আগে এলে আগে’ ভিত্তিতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা হবে। নিবন্ধন চলবে প্রতিদিন বেলা ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শিক্ষার্থীদের ২০১৫ সালে অধীত শ্রেণী অনুসারে তার ক্যাটাগরি নির্ধারিত হবে। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের বেলায় এটি প্রযোজ্য হবে। ব্যক্তিগত পর্যায়ে যে কেউ অংশ নিতে পারবে, তবে  রেজিস্ট্রেশন করার সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র/বেতনের রসিদ,/ফলাফলের বিবরণী যেকোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে।

ক্যাটাগরি
চারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
ক. প্রাইমারি : তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫।
খ. জুনিয়র : ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮।
গ. সেকেন্ডারি : নবম, দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং ও-লেভেল এবং ও-লেভেল পরীক্ষার্থী।
ঘ. হায়ার সেকেন্ডারি : একাদশ, দ্বাদশ শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এবং এ-লেভেল এবং এ-লেভেল পরীক্ষার্থী।


অন্তর্ভুক্ত জেলা: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ।

রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ: প্রথম আলো অফিস, ৫ম তলা (লিফট-৪), সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।

প্রয়োজনে: ০১৭১৭৫৭১৩৩৮, ০১১৯১৩৮৫৫৫১ ও ০১৯১৩৯১৬৬৩১।

 

Print

রাজশাহীতে গণিত উৎসব শুরু

বেলুন উড়িয়ে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল ও কলেজ মাঠে ডাচ-বাংলা ব্যাংক প্রথম আলো রাজশাহী আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করা হচ্ছে। ছবি: প্রথম আলো

 

ঘন কুয়াশা ভেদ করে রাজশাহীর আকাশে উড়ে গেল এক ঝাঁক বেলুন। শিক্ষার্থীদের করতালিতে মুখরিত হয়ে উঠল রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল ও কলেজের মাঠ। শুরু হলো ডাচ-বাংলা ব্যাংক প্রথম আলো রাজশাহী আঞ্চলিক গণিত অলিম্পিয়াড উৎসব। আজ শুক্রবার সকাল নয়টার দিকে পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে বেজে ওঠে জাতীয় সংগীত। রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল ও কলেজের অধ্যক্ষ মকবুল হোসেন বেলুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন। রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের ৯৭২ শিক্ষার্থী এ উৎসবে অংশ নিচ্ছে।

 

ডাচ-বাংলা ব্যাংক প্রথম আলো রাজশাহী আঞ্চলিক গণিত উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকেরা। রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত এই উৎসবে রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের ৯৭২ শিক্ষার্থী অংশ নিচ্ছে। ছবি: প্রথম আলো


বেলুন উড়িয়ে রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল ও কলেজ মাঠে ডাচ-বাংলা ব্যাংক প্রথম আলো রাজশাহী আঞ্চলিক গণিত উৎসবের উদ্বোধন করা হচ্ছে। ছবি: প্রথম আলো

 

উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক সুব্রত মজুমদার। জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ মকবুল হোসেন ও গণিতের পতাকা উত্তোলন করেন ডাচ-বাংলা ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক আবু মো. আরিফুর রহমান। এ পর্বে আরও উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান ইকবাল মতিন, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক জালাল উদ্দিন।
উদ্বোধনের সময় মকবুল হোসেন বলেন, আজকের উৎসবে যারা অংশ নিয়েছে, তাদের হাতেই আগামী দিনের বাংলাদেশের দায়িত্ব অর্পিত হবে। তিনি বলেন, প্রথম আলো বরাবরই একটি বিজ্ঞান মনস্ক জাতি গঠনের জন্য গণিত অলিম্পিয়াডের মতো কর্মসূচির আয়োজন করে যাচ্ছে। এ জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানান তিনি।
উদ্বোধনী পর্বের পর গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়া ৯৭২ শিক্ষার্থী এক ঘণ্টা ১৫ মিনিটের একটি পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে চলবে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব। খাতা দেখা শেষ হওয়া পর্যন্ত এই পর্ব চলবে।

apmoimoimo-logo-2017