গণিত উৎসব ২০২৩: জাতীয় গণিত অলিম্পিয়াড-এর ফলাফল: online.matholympiad.org.bd/results/national2023
তোমরা যারা আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে জাতীয় পর্বের জন্য নির্বাচিত হয়েছ তাদের জানাই অভিনন্দন।
জাতীয় গণিত উৎসব ২০২৩
তারিখ: ১০ ও ১১ ফেব্রুয়ারি ২০২৩
ভেন্যু: সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আসাদগেট, মোহাম্মদপুর, ঢাকা
খুদে গণিতবিদদের মিলনমেলায় পরিণত হয়েছে সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকার স্কলার্সহোম ক্যাম্পাস। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবে অংশ নিতেই তাদের এ সমাগম। হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের অংশগ্রহণে আজ শনিবার সকাল নয়টায় গণিত উৎসবের সিলেট আঞ্চলিক পর্বের উদ্বোধন করা হয়েছে।
গণিত অলিম্পিয়াড ২০২৩ সিলেট ভেন্যু অঞ্চলের বিজয়ীদের তালিকা
সকাল থেকেই কিছুটা বসন্তের আবহ ছিল বরিশালে। ঝকঝকে রোদে মাঘের শীত উবে গেছে। বরিশাল নগরের ঐতিহ্যবাহী ব্রজমোহন মাধ্যমিক বিদ্যালয়ের (বিএম স্কুল) বিশাল মাঠ তখন শিক্ষার্থীদের পদচারণে মুখর। চারদিকে উৎসবের আমেজ। প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা সারবদ্ধভাবে দাঁড়িয়ে গেল।