আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বাংলাদেশ গণিত দলের নাম ঘোষণা

চলতি বছর ২-১৩ জুলাই জাপানের চিবা শহরে অনুষ্ঠিত হবে ৬৪তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)। এ জন্য ছয় সদস্যের বাংলাদেশ দলের সদস্যদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

আইএমওর জন্য নির্বাচিত বাংলাদেশ দলের সদস্যরা হলেন এস এম এ নাহিয়ান (ঢাকা কলেজ), শাহরিয়ার হোসেন (আরসিসিআই পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর), নুজহাত আহমেদ দিশা (ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা), জিতেন্দ্র বড়ুয়া (ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম), দেবপ্রিয় সাহা রায় (আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ) ও ইমাদ উদ্দীন আহমাদ হাসিন (কুষ্টিয়া সরকারি কলেজ।

জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২৩-এর ফলাফল

গণিত উৎসব ২০২৩: জাতীয় গণিত অলিম্পিয়াড-এর ফলাফল: online.matholympiad.org.bd/results/national2023

দুদিনব্যাপী জাতীয় গণিত উৎসব শুরু

 
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘গণিত উৎসবে দেশের নানা প্রান্ত থেকে শিক্ষার্থীরা আসে৷ তাদের হাসিমুখ, সরব উপস্থিতি মন ভালো করে দেয়। প্রথম আলো ২৫ বছরে পা রাখছে৷ বাংলাদেশের যা কিছু ভালো তার সঙ্গে থাকতে চায় প্রথম আলো। আমাদের একটাই লক্ষ্য, সব বিষয়ে বাংলাদেশের জয় দেখতে চাই। নতুন বাংলাদেশ গড়তে চাই।’

জাতীয় উৎসব নিয়ে বিশেষ ঘোষণা!

তোমরা যারা আঞ্চলিক পর্বে অংশগ্রহণ করে জাতীয় পর্বের জন্য নির্বাচিত হয়েছ তাদের জানাই অভিনন্দন।

জাতীয় গণিত উৎসব ২০২৩
তারিখ: ১০ ও ১১ ফেব্রুয়ারি ২০২৩
ভেন্যু: সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আসাদগেট, ‌মোহাম্মদপুর, ঢাকা

হাজারো শিক্ষার্থীর অংশগ্রহণে সিলেটে গণিত উৎসবের উদ্বোধন

খুদে গণিতবিদদের মিলনমেলায় পরিণত হয়েছে সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকার স্কলার্সহোম ক্যাম্পাস। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসবে অংশ নিতেই তাদের এ সমাগম। হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের অংশগ্রহণে আজ শনিবার সকাল নয়টায় গণিত উৎসবের সিলেট আঞ্চলিক পর্বের উদ্বোধন করা হয়েছে।

সিলেট ভেন্যু অঞ্চলের ফলাফল

গণিত অলিম্পিয়াড ২০২৩ সিলেট ভেন্যু অঞ্চলের বিজয়ীদের তালিকা

Search