তিন বছর পর উৎসবমুখর ময়মনসিংহ

করোনার মহামারির কারণে তিন বছর আঞ্চলিক গণিত উৎসব আয়োজন ছিল অনলাইনে। এবার উৎসব হচ্ছে সশরীরে। এতে আনন্দিত শিক্ষার্থী নিলয় পাল। ময়মনসিংহ জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী থাকা অবস্থায় ২০২০ সালে গণিত উৎসবে অংশ নিয়েছিল। এবার ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী হয়ে উৎসবে অংশ নিল সে। নিলয় বলে, শুধু অনলাইনে পরীক্ষা দিয়ে আর পুরস্কার জিতে মন ভরে না।

ময়মনসিংহ ভেন্যু অঞ্চলের ফলাফল

গণিত অলিম্পিয়াড ২০২৩ ময়মনসিংহ ভেন্যু অঞ্চলের বিজয়ীদের তালিকা

বিএম স্কু‌লে অনু‌ষ্ঠিত হ‌বে ব‌রিশাল গ‌ণিত উৎসব

ব‌রিশাল আঞ্চ‌লিক গ‌ণিত উৎসব ২৮ জানুয়া‌রি ২০২৩, শ‌নিবার ‌বিএম স্কুলে অনু‌ষ্ঠিত হ‌বে। ভুলবশত শিক্ষার্থী‌দের কা‌ছে পাঠা‌নো মে‌সেজে বিএম ক‌লেজ উল্লেখ করা হয়েছে। আশা ক‌রি সবাই প্রবেশপ‌ত্রে থাকা ভেন‌্যু ও সময় অনুযা‌য়ী ব‌রিশাল বিএম স্কু‌লে অনু‌ষ্ঠেয় গ‌ণিত উৎস‌বে অংশগ্রহণ কর‌বে।

গাজীপুর ভেন্যু অঞ্চলের ফলাফল

গণিত অলিম্পিয়াড ২০২৩ গাজীপুর ভেন্যু অঞ্চলের বিজয়ীদের তালিকা

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে চলছে গণিত উৎসব

গাজীপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব। আজ সোমবার সকাল ৮টার দিকে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয়ের মাঠে এ উৎসব শুরু হয়।

কুমিল্লা ভেন্যু অঞ্চলের ফলাফল

গণিত অলিম্পিয়াড ২০২৩ কুমিল্লা ভেন্যু অঞ্চলের বিজয়ীদের তালিকা