আগামী ৪ থেকে ১৬ জুলাই থাইল্যান্ডের চিয়াংমাই শহরে বসবে প্রাক্-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের সবচেয়ে বড় আসর ৫৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও)-২০১৫। এ আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ছয় কৃতী শিক্ষার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। এ বছর সারা বিশ্ব থেকে ১১৪টি দেশের ৪৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে।
বাংলাদেশ গণিত দলের শিক্ষার্থীরা হলো আসিফ-ই-ইলাহী (সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় সিলেট),আদিব হাসান (আনন্দ মোহন কলেজ), মো. সানজিদ আনোয়ার (আনন্দ মোহন কলেজ), সাজিদ আখতার তূর্য (বিএল সরকারি উচ্চবিদ্যালয়, সিরাজগঞ্জ), এস এম নাঈমুল ইসলাম ( বরিশাল জিলা স্কুল) ও সাব্বির রহমান (গভ. ল্যাবরেটরি হাইস্কুল, ঢাকা)।
এ ছাড়া দলের সঙ্গে দলনেতা, উপদলনেতা হিসেবে যাবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কোচ মাহবুব মজুমদার, সাধারণ সম্পাদক মুনির হাসান ।
ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় ৫৬তম আইএমওর জন্য ছয় জনের বাংলাদেশ গণিত দল নির্বাচন ও এর আনুষাঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।
বাংলাদেশ গণিত দলের জন্য রইল শুভ কামনা !
জয় গণিত উৎসব !
বিস্তারিত জানা যাবে: http://www.imo-official.org/year_reg_team.aspx?year=2015&code=BGD