গ‌ণিত অ‌লি‌ম্পিয়াড ক‌মিটির সভাপ‌তি জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী আর নেই

গ‌ণিত অ‌লি‌ম্পিয়াড ক‌মিটির সভাপ‌তি জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী আর নেই

গ‌ণিত অ‌লি‌ম্পিয়াড ক‌মিটির সভাপ‌তি জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার ভোররাতে তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন।

জামিলুর রেজা চৌধুরীর বয়স হয়েছিল ৭৭ বছর। আজ বাদ জোহর জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

জামিলুর রেজা চৌধুরী সবশেষ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন।

জামিলুর রেজা চৌধুরী বাংলাদেশের প্রকৌশল জগতে সবার পরিচিত নাম। একাধারে তিনি গবেষক, শিক্ষাবিদ, প্রকৌশলী ও বিজ্ঞানী ছিলেন। তাঁর জন্ম ১৯৪৩ সালে, সিলেটে।

গণিত অলিম্পিয়াড পরিবার একজন অভিভাবক হারালো, দেশ হারালো একজন আপাদমস্তক ভালো মানুষকে। স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। আমরা শোকাহত।