১ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত শিশু-কিশোর-শিক্ষার্থীসহ সবার মৃত্যুতে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি গভীর শোক প্রকাশ করছে।
শিশু-কিশোর-শিক্ষার্থীরাই ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারি। চাকরি ক্ষেত্রে ন্যায্যতার সর্বজনীন দাবি নিয়েই তাঁরা আন্দোলন শুরু করেছিলেন। এই দাবির ন্যায্যতা ইতিমধ্যে সরকার ও বিচার বিভাগ কর্তৃক গৃহীত হয়েছে। অথচ এই আন্দোলনে ঝরে গেছে অনেক অনেক প্রাণ, যা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। এই মৃত্যুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে।
নিহত শিশু-কিশোর-শিক্ষার্থীসহ সব হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে সুষ্ঠু বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণের লক্ষ্যে স্বাধীন, নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য তদন্ত কমিটির মাধ্যমে ন্যায়বিচারের আওতায় আনার দাবি করছি। নির্বিচার আটককৃত শিক্ষার্থীসহ সবাইকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করার ঘটনাতে নিন্দা জানাচ্ছি।
বাংলাদেশের শিক্ষার্থীদের বিশ্বমানের মেধাকে আরও উন্নত করার জন্য প্রয়োজন অবারিত ও আধুনিক শিক্ষার সুযোগ। শিক্ষার পরিবেশ দ্রুত ফিরিয়ে এনে অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।
অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, সভাপতি
মুনির হাসান, সাধারণ সম্পাদক