All the latest activities

Math Olympiad 2017 logo

 


৯ ডিসেম্বর ২০১৬ থেকে রেজিস্ট্রেশন শুরু যেসব অঞ্চলে


চট্টগ্রাম অঞ্চল: চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি।

যোগাযোগ: জেলা শিল্পকলা একাডেমী, এম এম আলী রোড, দামপাড়া, চট্টগ্রাম।

ফোন: ০১৮২৩৫৫৭৪১৭ ও ০১৮৫৮৮৫৬৯১১


কক্সবাজার অঞ্চল: কক্সবাজার ও বান্দরবান

যোগাযোগ: প্রথম আলো অফিস, হোটেল সাগরগাঁও, ঝাউতলা, কক্সবাজার। 

ফোন: ০১৭৭৫৪২৪৬৪৬


ফরিদপুর অঞ্চল: শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর ও রাজবাড়ী।

যোগাযোগ: প্রথম আলো ফরিদপুর অফিস, নিলটুলী, মুজিব সড়ক, ফরিদপুর।

ফোন: ০১৭৩৪৩১০৬৪৭ ও ০১৭৫৪৪৯৬৯৮৪


খুলনা অঞ্চল: খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা

যোগাযোগ: প্রথম আলো অফিস, ৩৩৫ শেরেবাংলা রোড, ময়লাপোতার মোড়, খুলনা।

ফোন: ০১৭১৫৯৫১০৩৬ ও ০১৭১৬০২৫৮২৪


কুষ্টিয়া অঞ্চল: ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, পাবনা ও চুয়াডাঙ্গা।

যোগাযোগ: প্রথম আলো অফিস, চৌধুরী কওসের উদ্দিন আহম্মেদ সড়ক, ফজলুল বারী চৌধুরী মার্কেট (তৃতীয় তলা),

শিল্পকলার সামনে, মজমপুর গেট, কুষ্টিয়া।

ফোন: ০১৭১৭৪৪৫৫০৪ ও ০১৭৩৮৬৭৮২১৭


যশোর: মাগুরা, যশোর ও নড়াইল।

যোগাযোগ: প্রথম আলো অফিস, আর এস ভবন, জেল রোড, ঘোপ, যশোর।

ফোন: ০১৯৮২৬১১৭৭৪ ও ০১৭১৫২৯৩১৪১


মৌলভীবাজার অঞ্চল: সুনামগঞ্জ , সিলেট , হবিগঞ্জ ও মৌলভীবাজার।

যোগাযোগ: প্রথম আলো বন্ধুসভা কার্যালয়, (রাজমহলের বিপরীতে), কোর্ট রোড,

চৌমোহনা, মৌলভীবাজার।

ফোন: ০১৭৩৮১৮০২৮০ ও ০১৭২৬৬৯০৬০০


ময়মনসিংহ অঞ্চল: নেত্রকোনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ।

যোগাযোগ: ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ।

৫৩ বাউন্ডারি রোড, ময়মনসিংহ।

ফোন: ০১৭১০৬৭৯৭০১ ও ০১৯১৯১২৪৫৫৫১

 


২৩ ডিসেম্বর ২০১৬ থেকে ঢাকা অঞ্চলের রেজিস্ট্রেশন শুরু:


ঢাকা অঞ্চল: ঢাকা মহানগর, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ৷

যোগাযোগ: প্রথম আলো কার্যালয়, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা–১২১৫।

ফোন: ০১৯৭১৩৮৫৫৫১, ০১৭১১০০৪৬০০ ও ০১৬৮৩৮৫৫৫৮৩।


 

ক্যাটাগির:

প্রাইমারি—তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫।

জুনিয়র—ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮।

সেকেন্ডারি—নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং ও লেভেল এবং ও লেভেল পরীক্ষার্থী।

হায়ার সেকেন্ডারি—একাদশ, দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এবং এ লেভেল এবং এ লেভেল পরীক্ষার্থী।


  • সব আঞ্চলিক উৎসবে ‘আগে এলে আগে’ ভিত্তিতে নির্ধারিত সংখ্যক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা হবে। 
  • চারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
  • ২০১৬ সালের অধীত শ্রেিণ অনুযায়ী ক্যাটাগরি নির্ধারিত হবে।
  • ব্যক্তিগত পর্যায়ে যে কেউ অংশ নিতে পারবে।
  • রেজিস্ট্রেশন করার সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী কিংবা যেকোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে।

Math Olympiad 2017 logo


কুমিল্লা অঞ্চল: চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা

যোগাযোগ: প্রথম আলো কুমিল্লা অফিস,

কাজী অহিদুজ্জামান ম্যানশন (তৃতীয় তলা), কান্দিরপাড়, কুমিল্লা

ফোন: ০১৬৭২৭৩৫২১১ ০১৯২৬৩২৮৫৩৫


রাজশাহী অঞ্চল: রাজশাহী, নাটোর, নওগাঁ চাঁপাইনবাবগঞ্জ

যোগাযোগ: প্রথম আলো রাজশাহী অফিস, ২০৯ কুমারপাড়া, বোয়ালিয়া থানার মোড়, রাজশাহী

ফোন: ০১৭১৭১৫৯৯১৩ ০১৭২৯৯৩৮৩২৬


বগুড়া অঞ্চল: জয়পুরহাট, সিরাজগঞ্জ, গাইবান্ধা বগুড়া

যোগাযোগ: প্রথম আলো অফিস, হেলাল ম্যানশন

(৩য় তলা), শেরপুর রোড, সূত্রাপুর, বগুড়া

ফোন: ০১৭১৭৯৪৮৯৭৮ ০১৭৩৭৫৮১৯৫৮


রংপুর অঞ্চল: রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় নীলফামারী

যোগাযোগ: প্রথম আলো রংপুর অফিস,

আইনজীবী সমিতি ভবন, কাচারীবাজার, রংপুর

ফোন: ০১৭৩৭৩৪৫৫১৭ ০১৭৩৪১০৭৬৮২


ফেনী অঞ্চল: লক্ষ্মীপুর, ফেনী নোয়াখালী

যোগাযোগ: প্রথম আলো ফেনী অফিস, ট্রাংক রোড, ফেনী

ফোন: ০১৬৮৭৭৬৬৩৪২ ০১৬৭৯৪১৩৯৫৯


বরিশাল অঞ্চল: পিরোজপুর, ঝালকাঠি,

পটুয়াখালী, বরগুনা, ভোলা বরিশাল

যোগাযোগ: প্রথম আলো বরিশাল অফিস,

১৭ প্যারারা রোড (দ্বিতীয় তলা), বরিশাল

ফোন০১৭১১৪৭০৭৩৬ ০১৬৮৩২১৯৬৬৫

 

সব আঞ্চলিক উৎসবেআগে এলে আগে ভিত্তিতে নির্ধারিত সংখ্যক শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা হবে চারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে ২০১৬ সালের অধীত শ্রেণি অনুযায়ী ক্যাটাগরি নির্ধারিত হবে

 ক্যাটাগরি

. প্রাইমারিতৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান এবং স্ট্যান্ডার্ড- থেকে স্ট্যান্ডার্ড-

. জুনিয়রষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান এবং স্ট্যান্ডার্ড- থেকে স্ট্যান্ডার্ড-

. সেকেন্ডারিনবম, দশম শ্রেণি  এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং লেভেল

এবং লেভেল পরীক্ষার্থী

. হায়ার সেকেন্ডারিএকাদশ, দ্বাদশ শ্রেণি  এইচএসসি পরীক্ষার্থী বা সমমান

এবং লেভেল এবং লেভেল পরীক্ষার্থী

রেজিস্ট্রেশন চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্তব্যক্তিগত পর্যায়ে যে কেউ অংশ নিতে পারবে রেজিস্ট্রেশন করার সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী কিংবা এসএসসি পরীক্ষার প্রবেশপত্রযেকোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে


(ক্রমান্বয়ে অন্যান্য অঞ্চলের রেজিস্ট্রেশনের তথ্য প্রকাশ করা হবে)

বাংলাদেশ দলের সদস্যদের মধ্যে অাসিফ ই এলাহী-২৮ নম্বর (রৌপ্য পদক), আহমেদ জাওয়াদ চৌধুরী - ২১ নম্বর (ব্রোঞ্জ পদক), সাব্বির রহমান-১৯ নম্বর (ব্রোঞ্জ পদক), সাজিদ আকতার তূর্য-১৬ নম্বর (ব্রোঞ্জ পদক), নাঈমুল ইসলাম -১৫ নম্বর (অনারেবল মেনশন) ও সানজিদ আনোয়ার-১৩ নম্বর (অনারেবল মেনশন) পেয়েছে। অভিনন্দন বাংলাদেশ গণিত দল !

ডাচ-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলো র সার্বিক ব্যবস্থাপনায় সারা দেশে গণিত উৎসব আয়োজনের মাধ্যমে ৫৭তম আইএমওর জন্য ছয় জনের বাংলাদেশ গণিত দল নির্বাচিত হয়। নির্বাচন ও এর আনুষাঙ্গিক আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

imo-c

আগামী ৬-১৬ জুলাই ২০১৬ হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য ছয় সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। শিক্ষার্থীরা হলো আসিফ-ই-ইলাহী (সিলেট এমসি কলেজ, সিলেট), মো. সানজিদ আনোয়ার (আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ), সাজিদ আখতার তূর্য (সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ), মো. সাব্বির রহমান (নটর ডেম কলেজ), এ এম নাঈমুল ইসলাম (বরিশাল জিলা স্কুল) ও আহমেদ জাওয়াদ চৌধুরী (ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল, চট্টগ্রাম)। অভিনন্দন বাংলাদেশ গণিত দল। 


 

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক গণিত অলিম্পিয়াড এশিয়ান-প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের (এপিএমও) ২৮তম আয়োজনে বাংলাদেশের শিক্ষার্থীরা ১টি রৌপ্য পদক, ৩টি ব্রোঞ্জ পদক ও ৩টি সম্মানজনক স্বীকৃতি (অনারেবল মেনশন) অর্জন করেছে। তারা হলো- সিলেট এমসি কলেজের শিক্ষার্থী আসিফ-ই-এলাহী রৌপ্য পদক ও আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী সানজিদ আনোয়ার, সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী সাজিদ আকতার তূর্য, নটরডেম কলেজের শিক্ষার্থী মো. সাব্বির রহমান পেয়েছে ব্রোঞ্জ পদক এবং নারায়নগঞ্জ হাই স্কুল ও কলেজের জয়দীপ সাহা, বরিশাল জিলা স্কুলের এসএম নাঈমুল ইসলাম ও ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের আহামেদ জাওয়াদ চৌধুরী পেয়েছে সম্মানজনক স্বীকৃতি। এবারের প্রতিযোগিতায় মোট স্বর্ণ পদক পায়েছে ১৩ জন, রৌপ্য পদক পেয়েছে ৪১ জন, বৌঞ্জ পদক পায় ৯২জন শিক্ষার্থী এবং সম্মানজনক স্বীকৃতি পায় ৫৭ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ৮ মার্চ এপিএমওর সদস্য ৩৬টি দেশে একযোগে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশে এপিএমওর আয়োজন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। বিভিন্ন দেশে অনুষ্ঠিত হলেও এপিএমওর পরীক্ষা হয় অভিন্ন প্রশ্নে। অলিম্পিয়াডে গণিতের পাঁচটি সমস্যা সমাধানের জন্য চার ঘণ্টা সময় দেওয়া হয়। ফলাফলের বিস্তারিত জানা যাবে http://www.apmo-official.org/ ঠিকানায় এবং শুধু বাংলাদেশের ফলাফল দেখা যাবে http://www.apmo-official.org/reports/ReportBangladesh.html এই ঠিকানায়।

 


আজ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক গণিত অলিম্পিয়াড Èএশিয়ান প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড (এপিএমও)'-এর ২৮তম আয়োজন অনুষ্ঠিত হয়েছে ঢাকার সরকারি টিচার্স ট্রেনিং কলেজে। এপিএমওর নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী প্রতিটি দেশের শিক্ষার্থীদের পরীক্ষা হয়েছে নিজ নিজ দেশে। এপিএমওর সদস্য ২৬টি দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে পৃথিবীর এই সর্ববৃহত্ আঞ্চলিক গণিত অলিম্পিয়াড। তবে ভেৌগোলিক অবস্থান ও সময়ের ব্যবধানের জন্য দেশভেদে কয়েক ঘণ্টার সময় পার্থক্য হয়ে থাকে। সে হিসাবে আমেরিকা অঞ্চলের দেশগুলোর অলিম্পিয়াড হয় ৭ মার্চ বিকেলে এবং বাংলাদেশসহ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকার দেশগুলোর অলিম্পিয়াড হয় ৮ মার্চ সকালে। ঢাকায় অনুষ্ঠিত এপিএমওতে সারা দেশ থেকে আসা প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ের ১০০ জন শিক্ষার্থী অংশ নেন।

বিভিন্ন দেশে অনুষ্ঠিত হলেও এপিএমওর পরীক্ষা হয় অভিন্ন প্রশ্নে। মূল প্রশ্ন অলিম্পিয়াডে গণিতের পাঁচটি সমস্যা সমাধানের জন্য চার ঘণ্টা সময় দেওয়া হয়। প্রতিটি প্রশ্নের সর্বোচ্চ মান ছিল ৭। পরে সব শিক্ষার্থীর উত্তরপত্র মূল্যায়ন করে মেধাক্রম নির্ধারণ করা হবে। একই সঙ্গে প্রথম ১০ জনের ফলাফল এবং নমুনা হিসেবে প্রথম, তৃতীয় ও সপ্তম স্থান অধিকারীর উত্তরপত্র কাজাখাস্তান পাঠানো হবে। এবার অলিম্পিয়াডটি সমন্বয় করে কাজাখাস্তান।

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ডাচ&-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশে এপিএমওর আয়োজন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

 

Math Final Logo

 

আগামীকাল ১২ ফেব্রুয়ারি ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় গণিত উত্সব ২০১৬ ও চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। ডাচ&-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি উত্সবের আয়োজন করেছে। সকাল নয়টায় উত্সবের উদ্বোধন করবেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশনস। চলতি বছরের জুলাই মাসে হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে এ বছর সারাদেশের ২৪টি জেলা শহরে আঞ্চলিক গণিত উত্সব অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক উত্সবের ১৩৫০ জন বিজয়ী অংশ নেবে জাতীয় উত্সবে।

বিজয়ীদরে সার্টিফিকেট ও লাল রঙের টি শার্ট পরে আগামীকাল সকাল সাড়ে আটটায় সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, আসাদ এভিনিউ, মোহাম্মদপুর ঢাকায় উপস্থতি থাকার জন্য আয়োজকদরে পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। দুইদিনব্যাপি উত্সবে উপস্থিত হন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চেৌধুরী, সহসভাপতি ড. মুনিবুর রহমান চেৌধুরী, সদস্য অধ্যাপক ড. সুব্রত মজুমদার, সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক আনোয়ার হোসেন, বরেণ্য গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান, অধ্যাপক লুত্ফুজ্জামান, বুয়েটের অধ্যাপক আবদুল হাকিম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, বিজ্ঞানী রেজাউর রহমান, জ্যোতির্বিদ এফ আর সরকার, ডাচ&-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, উপ ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, মনোরোগ চিকিত্সক মোহিত কামাল, বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদার ও গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানসহ দেশবরেণ্য গণিতবিদ, বিজ্ঞানী ও গবেষকরা। দুইদিনের উত্সবে গণিত অলিম্পিয়াড ছাড়াও থাকবে সিসিমপুর, ওয়াটার রকেট উত্ক্ষেপন, সাইকেল স্টান্ট, রুবিকস কিউব ও সুডোকু প্রতিযোগিতা, গণতিরে পট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বইমেলাসহ নানা আয়োজন। এছাড়াও থাকবে ২০১৫ সালের সেরা গণিত ক্লাব ও আজীবন সম্মাননা প্রদান।

গণিত অলিম্পয়াড ছাড়া উত্সবের সকল পর্ব সবার জন্য উন্মুক্ত।

Bangladesh Mathematical Olympiad Committee Logo
Bangladesh Mathematical Olympiad Committee is the organization who organizes the Math Olympiad each year across the country with the support form Dutch Bangla Bank & Prothom Alo.
© 2021, Bangladesh Mathematical Olympiad Committee

Quick Links

Contact Info

+880-2-8180078-81 Ex-2128
info@matholympiad.org.bd

Build With by Nasir Khan Saikat
Theme by JoomShaper

Search