ডিসকর্ডে নতুন অ্যাকাউন্ট তৈরী

ডিসকর্ডে নতুন অ্যাকাউন্ট তৈরী

ডিসকর্ড একটি ফ্রি সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে মেসেজিং, ভয়েস কল, ফাইল শেয়ারিং করা যায়। গণিত অলিম্পিয়াডের ডিসকর্ড সার্ভারে যুক্ত হওয়ার জন্য প্রথমে নিজের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট থাকতে হবে। আগে থেকেই যদি অ্যাকাউন্ট তৈরী করা থাকে, তাহলে সেই অ্যাকাউন্ট ব্যবহার করা যেতে পারে। অথবা নিচের ধাপগুলো অনুসরণ করে নতুন ডিসকর্ড অ্যাকাউন্ট তৈরী করতে পার। 

১। প্রথমে Google Chrome বা Mozilla Firefox ওয়েব ব্রাউজার ব্যবহার করে https://discord.com/register লিংকটি ওপেন করতে হবে। এই ফর্মে তোমার ইমেইল অ্যাকউন্ট, একটি পছন্দের ইউজারনেম, একটি পাসওয়ার্ড ইত্যাদি লিখতে হবে।

image2

 

২। ফর্মটি পূরণ করে Continue বাটনে প্রেস করতে হবে।

image3

 

৩। এরপর একটি মেন্যু আসবে। এখানে Get started দিয়ে Set up করতে পারো বা আপাতত Skip দিয়ে পরের ধাপে যেতে পারো।

image5

 

৪। এরপর একটি Captcha আসবে। সাদা বক্সে ক্লিক করে সেটা পূরণ করতে হবে।

image4

 

৫। তোমাকে একটি Verification mail পাঠানো হবে। যে ইমেইল এড্রেস দিয়েছিলে, সেখানে Discord থেকে আসা মেইলটি ওপেন করতে হবে।

image1

 

৬। Verify Email এ ক্লিক করতে হবে।

image6

 

৭। এরপর আরেকটি Captcha আসতে পারে। এটি পূরণ করলেই একাউন্ট খোলা হয়ে যাবে।

image7