- Baizid Juwel
- BdMO 2022
- Hits: 448
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে যাচ্ছে ৬ জন
বাংলাদেশের পতাকা নিয়ে ছয় খুদে গণিতবিদ নরওয়েতে হতে যাওয়া ৬৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। কোনো চাপ নয়, বরং গণিত উপভোগ করাটাই মূল—অলিম্পিয়াড কর্তৃপক্ষের এমন বার্তা নিয়ে ৮ জুলাই দলটি ঢাকা ছাড়বে।