গতকাল ১৬ জুলাই সমাপনী পর্বের মধ্য দিয়ে শেষ হলো জাতীয় প্রাইমারি গণিত ক্যাম্প। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উত্সব ২০২১ এর সেরা ৬১ জন শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয় ৮ দিনব্যাপী এই অনলাইন ক্যাম্পে।
অনুষ্ঠানের শুরুতেই সঞ্চালক—একাডেমিক দলের সদস্য প্রত্যয় ঘোষ ক্যাম্পের কার্যক্রম তুলে ধরেন। তারপর ক্যাম্পে অংশ নেওয়া শিক্ষার্থীরা একে একে বলে তাদের অভিজ্ঞতার কথা। গণিত ক্যাম্পে অংশ নিয়ে যেসব ইতিবাচক অভিজ্ঞতা হয়েছে, সেগুলো তাদের সামনের দিনগুলোতেও গণিতের সঙ্গে যুক্ত থাকতে সাহায্য করবে বলে জানায় শিক্ষার্থীরা।