আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের ফলাফল প্রকাশিত এবং বিভাগীয় গণিত অলিম্পিয়াডের তারিখ ঘোষণা

অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াড ২০২২-এর ফলাফল প্রকাশিত হয়েছে । ফলাফল পাতা থেকে নির্দিষ্ট ক্যাটাগরি নির্বাচন করে পূর্ণ তালিকা দেখা যাবে। মূল তালিকার পাশাপাশি নিজ নিজ প্রোফাইল থেকেও ফলাফল দেখা যাবে।

৪ ফেব্রুয়ারি অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াড ২০২২

আগামী ৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণিত অলিম্পিয়াড ২০২২ এর আঞ্চলিক পর্ব। সকাল ১০:৩০ মিনিটে সকল ক্যাটাগরির শিক্ষার্থীদের একই সময়ে এই অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে হবে। গত ২৬ জানুয়ারি অনুষ্ঠিত অনলাইন বাছাই অলিম্পিয়াডে ক্যাটাগরি অনুযায়ি আলাদা সময় নির্ধারিত থাকলেও এই পর্বে প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির জন্য একই সময় নির্ধারণ করা হয়েছে।

অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড ২০২২-এর ফলাফল প্রকাশিত

ডাচ্-বাংলা ব্যাংক - প্রথম আলো গণিত উৎসব-২০২২ এর অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডের ফলাফল আজ সন্ধ্যা ৬টায় প্রকাশিত হয়েছে। গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক জনাব মুনির হাসান ফেসবুক লাইভে এসে আনুষ্ঠানিকভাবে বাছাই অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করেন। ফলাফল দেখতে লগইন করতে হবে https://online.matholympiad.org.bd/results এই ঠিকানায়।

খুব শীঘ্রই শুরু হবে গণিত উৎসব ২০২২–এর নিবন্ধন

বাংলাদেশের শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ বৃদ্ধি এবং ২০২২ সালে নরওয়ে অনুষ্ঠেয় ৬৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপি ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২২’ আয়োজন করা হবে। গণিত উৎসবে অংশগ্রহণের জন্য প্রত্যেককে নিবন্ধন করতে হবে।

গণিত অলিম্পিয়াডের ডিসকর্ড

গণিত এবং গণিত সম্পর্কিত বিষয়গুলো নিয়ে সরাসরি আলোচনার জন্য আমরা একটা ডিসকর্ড (Discord) সার্ভার চালু করেছি। ডিসকর্ড একটি ফ্রি সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে মেসেজিং, ভয়েস কল, ফাইল শেয়ারিং করা যায়। পূর্বে কখনো গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে, অথবা সামনের বছরগুলোতে অংশগ্রহণ করতে চায়, শিক্ষক, অভিভাবকসহ সকলেই এখানে যুক্ত হতে পারেন।

ডিসকর্ডে নতুন অ্যাকাউন্ট তৈরী

ডিসকর্ড একটি ফ্রি সোশ্যাল প্ল্যাটফর্ম যেখানে মেসেজিং, ভয়েস কল, ফাইল শেয়ারিং করা যায়। গণিত অলিম্পিয়াডের ডিসকর্ড সার্ভারে যুক্ত হওয়ার জন্য প্রথমে নিজের একটি ডিসকর্ড অ্যাকাউন্ট থাকতে হবে। আগে থেকেই যদি অ্যাকাউন্ট তৈরী করা থাকে, তাহলে সেই অ্যাকাউন্ট ব্যবহার করা যেতে পারে। অথবা নিচের ধাপগুলো অনুসরণ করে নতুন ডিসকর্ড অ্যাকাউন্ট তৈরী করতে পার। 

ইরানিয়ান কম্বিনেটরিকস অলিম্পিয়াডে বাংলাদেশের অর্জন সোনাসহ ৮ পদক

ইরানিয়ান কম্বিনেটরিকস অলিম্পিয়াডে বাংলাদেশ অর্জন করেছে ৮ পদক—১টি সোনা ও ৭টি ব্রোঞ্জ।

লোডোভিকো ফেরারিতে বাংলাদেশের অর্জন ২টি সোনা, ২টি রূপা, ৩টি ব্রোঞ্জ

চতুর্ঘাত সমীকরণের বীজগাণিতিক সমাধানের উপায় আবিষ্কার করেছিলেন গণিতবিদ লোডোভিকো ফেরারি। ম্যাথমেটিকস উইদাউট বর্ডার' প্রতিযোগিতার আয়োজক কমিটি তাঁর নামেই এ বছর প্রথমবারের মতো আয়োজন করে ‘লোডোভিকো ফেরারি প্রতিযোগিতা’।

বাংলাদেশের শিক্ষার্থীদের সোনা, রুপা ও ব্রোঞ্জ জয় - ম্যাথমেটিকস উইদাউট বর্ডারস

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা ‘ম্যাথমেটিকস উইদাউট বর্ডারস’–এ প্রথমবারের মতো অংশ নিয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা একটি সোনা, একটি রুপা ও একটি ব্রোঞ্জ পদক পেয়েছে।

১টি রৌপ্য,১টি ব্রোঞ্জ পদকসহ দ্বিতীয় রানার আপ বাংলাদেশ

গণিতের আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি সাফল্য পেল বাংলাদেশ। গত ২৭ জুলাই থেকে ১ আগস্ট অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা। এবারের আয়োজক ছিল ইন্দোনেশিয়া। করোনার কারণে পুরো আয়োজনটি ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ ১টি রৌপ্যপদক,১টি ব্রোঞ্জপদক ও ৪টি সম্মানসূচক স্বীকৃতি পেয়েছে। এ ছাড়া ব্যক্তিগত ও দলগত প্রতিযোগিতা-দুটিতেই বাংলাদেশ দ্বিতীয় রানারআপ হয়েছে।