সিলেট আঞ্চলিক গণিত উৎসব স্থগিত ঘোষণা

সিলেট আঞ্চলিক গণিত উৎসব স্থগিত ঘোষণা

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৫’-এর দ্বিতীয় ধাপ ‘আঞ্চলিক গণিত উৎসব’ আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে। আঞ্চলিক উৎসবের প্রথম দিন ১০ জানুয়ারি, শুক্রবার চট্টগ্রাম ও কুষ্টিয়া আঞ্চলিক উৎসব এবং ১১ জানুয়ারি, শনিবার কুমিল্লা ও বরিশাল আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ১১ জানুয়ারি, শনিবার সিলেট আঞ্চলিক উৎসব আয়োজনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল কিন্তু অনিবার্য কারণবশত সিলেট আঞ্চলিক উৎসব স্থগিত করা হয়েছে। সিলেট আঞ্চলিক উৎসবের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
অনলাইন বাছাইপর্বের ফলাফল ও আঞ্চলিক উৎসবের তালিকা, অন্তর্ভুক্ত জেলা, ভেন্যুসহ অন্যান্য তথ্য পাওয়া যাবে https://online.matholympiad.org.bd/ —এই ওয়েবসাইটে।
উল্লেখ্য, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ গণিত উৎসব আয়োজন করছে।

 

ডাচ্-বাংলা ব্যাংক- প্রথম আলো গণিত উৎসব ২০২৫ আঞ্চলিক অলিম্পিয়াডের সময়সূচী

Related Articles