গণিতকে জয় করার আশা

গণিতকে জয় করার আশা

রাজশাহী অঞ্চলের গণিত উৎসবের পরীক্ষা চলছে আর রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষক মাহবুব হাসান ও তাঁর স্ত্রী রাজশাহী জিপিওর সহকারী পোস্টমাস্টার রেজুয়ানা হক চেয়ে আছেন ছেলে এম এম হাসান ইনান বের হয়ে কী বলবে, সেই আশায়। শুধু তাঁরা দুজন নন, যত শিক্ষার্থী, তত অভিভাবকে ভরে উঠেছিল রাজশাহী শাহ্ মখদুম কলেজের মাঠ। মাঘের সকালের কুয়াশাজড়ানো শীত ভেঙে উৎসব হয়ে উঠেছিল মা-বাবা-শিক্ষক-শিক্ষার্থী সবার। সবার একটাই প্রত্যাশা—দেশকে বিশ্বমানের করতে গণিতকে জয় করতে হবে।

একই ধরনের উৎসবের আমেজ দেখা গেছে দিনাজপুর, গাজীপুর ও যশোরে। গতকাল এই তিন অঞ্চলেরও ছিল গণিত উৎসব। ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানে ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় হচ্ছে এ উৎসব। এর আয়োজক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

গতকাল সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রাজশাহী নগরের শাহ্ মখদুম কলেজে শুরু হয় উৎসব। উদ্বোধন করেন ভেন্যু কলেজের অধ্যক্ষ এস এম রেজাউল ইসলাম। এতে রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ৬৭১ খুদে শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও বাংলাদেশ জাতীয় অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ইকবাল মতিন, গণিত বিভাগের শিক্ষক জোবায়ের হোসাইন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক খাদেমুল ইসলাম, রাজশাহী কলেজের গণিত বিভাগের অধ্যাপক আলাউদ্দিন, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের গণিত বিভাগের শিক্ষক সেলিনা আক্তার, রাজশাহী ম্যাথ ক্লাবের সভাপতি মো. মাসুদ রানা।

গাজীপুর

গাজীপুরের অনুষ্ঠানটি হয় শহরের পাশে ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চবিদ্যালয় মাঠে। জাতীয় পতাকা উত্তোলন করেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক অসীম বিভাকর, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির কোষাধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন ও ডাচ্-বাংলা ব্যাংকের পতাকা উত্তোলন করেন জয়দেবপুর শাখার ব্যবস্থাপক (পাবলিক রিলেশন) মোহাম্মদ শাহিন আলম।

লিখিত পরীক্ষা শেষে হয় শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।bdmo gazipur regional 2025 print

দিনাজপুর

দিনাজপুরের অনুষ্ঠানটি হয় দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে। পঞ্চগড়-ঠাকুরগাঁও-দিনাজপুর ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্কুল থেকে ৪৩৮ জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নেয়।

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওয়াদুদ মণ্ডল। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ্-বাংলা ব্যাংক দিনাজপুর শাখার উপব্যবস্থাপক মোস্তফা হেলাল সুজন, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন দিনাজপুর জিলা স্কুলের শিক্ষক শাহজাহান সাজু।

যশোর

যশোর জিলা স্কুল মাঠে এ উৎসব হয়। উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম। জেলা প্রশাসক বলেন, ‘গণিতে আমার ভীষণ ভয় ছিল। ৩৫ বছর আগে এ ধরনের উৎসবে আমি যোগ দিতে পারলে হয়তো গণিতে আমার ভয় থাকত না। সেই হিসেবে তোমরা সৌভাগ্যবান।’

 

Related Articles