ডাচ্-বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎসব ২০২৫-এর আঞ্চলিক গণিত উৎসবে বিজয়ী হওয়ায় তোমাকে অভিনন্দন। তোমরা যারা আঞ্চলিক গণিত উৎসবে বিজয়ী হয়েছ, তাদের নিয়ে অনুষ্ঠিত হবে গণিত উৎসবের চূড়ান্ত পর্ব ‘জাতীয় গণিত উৎসব ২০২৫’। ৭–৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্র ও শনিবার ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে জাতীয় গণিত উৎসব ২০২৫ অনুষ্ঠিত হবে।
জাতীয় গণিত উৎসবের বিস্তারিত:
• তারিখ: ৭–৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্র ও শনিবার
• প্রথম দিন– সকাল ৮টা থেকে বিকেল ৪.৩০টা (৭ ফেব্রুয়ারি ২০২৫, শুক্রবার)
• দ্বিতীয় দিন– সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২.৩০টা (৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার)
• স্থান: সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল (আসাদ গেট সংলগ্ন), ঢাকা
স্থানের গুগল ম্যাপ লিঙ্ক: https://maps.app.goo.gl/wpTK8TLJGiBuEtdU6
• অংশগ্রহণকারী: শুধু আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ী শিক্ষার্থীরা জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে পারবে। আঞ্চলিক পর্বের ফলাফল দেখেতে ভিজিট করো (https://online.matholympiad.org.bd/results)
পরীক্ষার সময়:
• প্রাইমারি ক্যাটাগরির পরীক্ষা – সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত (২ ঘন্টা)
• জুনিয়র ক্যাটাগরির পরীক্ষা – সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত (৩ ঘন্টা)
• সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির পরীক্ষা – সকাল ৯টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত (৩.৩০ ঘন্টা)
• শিক্ষার্থীদের আসা–যাওয়া ও থাকা নিজ দায়িত্বে করতে হবে।
• শুধু শিক্ষার্থীকে উৎসব চলাকালে প্রথমদিন সকালে নাশতা ও দুপুরে খাবার এবং দ্বিতীয় দিন সকালে নাশতা দেওয়া হবে।
• খুব শিগ্রই তোমার ই–মেইলে প্রবেশপত্রসহ বিস্তারিত নির্দেশনা পাঠানো হবে।
প্রস্তুতির জন্য লিংক:
• অলিম্পিয়াডের আগের বছরের প্রশ্নগুলো দেখা যাবে এই ঠিকানায়, https://matholympiad.org.bd/resources/all-questions
প্রয়োজনে যোগাযোগ:
• যেকোনো সাহায্যের জন্য যোগাযোগ করা যাবে আমাদের এই ই-মেইলে: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
• ই-মেইল পাঠানোর সময় অবশ্যই নিজের নাম, ৬ অঙ্কের ইউজারনেম, মুঠোফোন নম্বর, ই-মেইল, শ্রেণি এবং শিক্ষা-প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে।