গণিত উৎসবে দাবার লড়াই

গণিত উৎসবে দাবার লড়াই

প্রিয় আঞ্চলিক পর্বের বিজয়ী, শুভেচ্ছা নিও। তোমরা জানো যে, আঞ্চলিক পর্বের বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে ৭–৮ ফেব্রুয়ারি ২০২৫, শুক্র ও শনিবার ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হবে জাতীয় গণিত উৎসব ২০২৫ ও ২৩ তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড।


আঞ্চলিক পর্বের বিজয়ী শিক্ষার্থীদের জন্য খুশির খবর হচ্ছে জাতীয় গণিত উৎসবে এবার থাকছে দাবার আয়োজন "গণিত উৎসবে দাবার লড়াই"। দাবার এই আয়োজনে অংশ নিতে হলে প্রথমে তোমাকে অংশগ্রহন করতে হবে অনলাইন বাছাই দাবা টুর্নামেন্টে।

আজ ৫ ফেব্রুয়ারি রাত ৮:০০ টায় এই অনলাইন টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে অংশগ্রহনের জন্য নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে:

ধাপ ১: লগ-ইন/সাইন-আপ করো
তোমার লিচেস একাউন্ট না থাকলে https://lichess.org/signup এই লিংকে গিয়ে নিজের পূর্ণ নাম দিয়ে একাউন্ট তৈরি করো এবং প্রোফাইল অপশন থেকে বায়োতে নিজের ছয় ডিজিটের গণিত অলিম্পিয়াড ইউজারনেম সংযুক্ত করো। প্রয়োজনে দেখে নাও এই https://shorturl.at/UwqN3 ভিডিওটির প্রথম অংশ।
(তবে যদি লিচেস একাউন্ট থাকে তাহলে নতুন একাউন্ট তৈরি করার প্রয়োজন নেই, সরাসরি লগ-ইন করলেই হবে। সেক্ষেত্রে একাউন্টে ‘রিয়েলনেম’ অপশনে তোমার নিজের পূর্ণ নাম থাকতে হবে এবং প্রোফাইল অপশন থেকে বায়োতে নিজের ছয় ডিজিটের গণিত অলিম্পিয়াড ইউজারনেম সংযুক্ত করতে হবে।)

ধাপ ২: CHESS TEAM: BdMO 2025 REGIONAL WINNERS” লিচেস দলে যোগ দাও
https://lichess.org/team/chess-team-bdmo-2025-regional-winners
এই লিংকে গিয়ে “CHESS TEAM: BdMO 2025 REGIONAL WINNERS” দলে যোগ দাও।
Entry Code: Etaibdmo

প্রয়োজনে এই https://shorturl.at/UwqN3 ভিডিওটি দেখে নাও।

ধাপ ৩: “BdMO 2025: Chess Selection” টুর্নামেন্টে যোগ দাও
BdMO 2025: Chess Selection Arena
https://lichess.org/tournament/uFhQRIo3
এই লিংকে গিয়ে আজ ৫ ফেব্রুয়ারি রাত ৮:০০ টায় “BdMO 2025: Chess Selection” টুর্নামেন্টে যোগ দাও।
Entry Code: Etaibdmo

এই টুর্নামেন্ট থেকে নির্বাচিত কিছু প্রতিযোগি গণিত উৎসবের উদ্বোধনী দিনে অর্থাৎ আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৫ দাবার একটি চমকপ্রদ আয়োজন "গণিত উৎসবে দাবার লড়াই"-এ অংশ নেয়ার সুযোগ পাবে। এই আয়োজনটি শুধুমাত্র আঞ্চলিক পর্বের বিজয়ীদের জন্য। যদি এর বাইরে কোনো শিক্ষার্থী অংশগ্রহণ করে, তবে সে বিজয়ী হলেও তার অংশগ্রহণ বাতিল বলে গণ্য হবে।
তো আর দেরী না করে গণিতের সাথে দাবার চর্চাও শুরু করে দাও।

 

ধন্যবাদসহ

বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি

Related Articles