‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—এই স্লোগানকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০২৫’ ও ‘২৩তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড’। ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ৭ ও ৮ ফেব্রুয়ারি হবে গণিত নিয়ে এ আয়োজন।
দুই দিনব্যাপী আয়োজন শুরু হবে ৭ ফেব্রুয়ারি শুক্রবার সকাল আটটায় উৎসবস্থলে আঞ্চলিক উৎসবের বিজয়ী শিক্ষার্থীদের নিবন্ধনের মধ্য দিয়ে। উদ্বোধনী অনুষ্ঠান সকাল নয়টায়। পরীক্ষা সকাল ৯টা ৪৫ মিনিটে। প্রাইমারি ক্যাটাগরির পরীক্ষা হবে দুই ঘণ্টা, জুনিয়র ক্যাটাগরির পরীক্ষা হবে তিন ঘণ্টা আর সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির পরীক্ষা হবে সাড়ে তিন ঘণ্টা। পরীক্ষা শেষে বিকেল সাড়ে চারটা পর্যন্ত থাকছে নানা আয়োজন।
উৎসবের দ্বিতীয় দিনের কার্যক্রম ৮ ফেব্রুয়ারি শনিবার সকাল সাড়ে আটটায় শুরু হবে। সমাপনী আয়োজন ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হবে এ বছরের জাতীয় গণিত উৎসব।
আয়োজকেরা জানান, আঞ্চলিক উৎসবের বিজয়ী শিক্ষার্থীদের ই-মেইলে পাঠানো প্রবেশপত্র অবশ্যই প্রিন্ট করে সঙ্গে আনতে হবে। আঞ্চলিক উৎসবের বিজয়ী টি-শার্ট পরে উৎসব প্রাঙ্গণে প্রবেশ করতে হবে। পরীক্ষার হলে শিক্ষার্থীকে কলম, স্কেল, কম্পাস ও পেনসিল সঙ্গে নিয়ে আসতে হবে। পরীক্ষার সময় চাঁদা, ক্যালকুলেটর বা কোনো ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার করা যাবে না।