এশিয়ান প্যাসিফিক ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড ২০২৫ বাংলাদেশ পর্ব আজ ১১ মার্চ ২০২৫, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এপিএমওর পরীক্ষা পর্ব পরিদর্শন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিস্টিংগুইশড অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. তানিয়া শরমিন খালেক।
এপিএমওর নিয়ম অনুযায়ী অংশগ্রহণকারী প্রতিটি দেশের শিক্ষার্থীদের পরীক্ষা হয় নিজ নিজ দেশে। তবে ভৌগোলিক অবস্থান ও সময়ের ব্যবধানের জন্য দেশভেদে কয়েক ঘণ্টার সময় পার্থক্য হয় পরীক্ষায়। বিভিন্ন দেশে অনুষ্ঠিত হলেও এপিএমওর পরীক্ষা হয় অভিন্ন প্রশ্নে। অলিম্পিয়াডে গণিতের পাঁচটি সমস্যা সমাধানের জন্য চার ঘণ্টা সময় দেওয়া হয়।
ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ পর্বের এপিএমওর আয়োজন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।