শুরু হতে যাচ্ছে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৫। আজ রোববার শুরু হয়েছে অনলাইন নিবন্ধন। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। গণিত উৎসব ২০২৫-এ অংশগ্রহণের জন্য প্রত্যেককেই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। পূর্ববর্তী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক।
গণিত অলিম্পিয়াড ২০২৫-কে সামনে রেখে গণিত অলিম্পিয়াডের একাডেমিক দল থেকে বিষয় ভিত্তিক অনলাইন ক্লাস শুরু হয়েছে। একাডেমিক দলের বিভিন্ন সদস্যগণ এই ক্লাসগুলো পরিচালনা করবেন।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানলে লাইভ ক্লাসগুলো সরাসরি ক্লাসগুলো প্রচার করা হবে।