আঞ্চলিক গণিত উৎসবের নির্দেশিকা

আঞ্চলিক গণিত উৎসবের নির্দেশিকা

অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড বিজয়ীদের নিয়ে আঞ্চলিক গণিত উৎসব ২০২৫ আয়োজিত হবে। আঞ্চলিক অলিম্পিয়াডে অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীদের নিচের সাধারণ নির্দেশনগুলো মেনে চলার অনুরোধ করা হচ্ছে।

আঞ্চলিক গণিত উৎসব ২০২৫-এর পূর্ণাঙ্গ তালিকা দেখুন এই লিংক থেকে: ডাচ্-বাংলা ব্যাংক- প্রথম আলো গণিত উৎসব ২০২৫ আঞ্চলিক অলিম্পিয়াডের সময়সূচী

  • বাছাই পর্বের বিজয়ীরা আঞ্চলিক উৎসবে অংশ নিতে পারবে।
  • আঞ্চলিক উৎসবের তারিখ ও ভেন্যু নির্ধারণ হওয়ার পর প্রবেশপত্র তোমাদের প্রোফাইলে যুক্ত করা হবে এবং প্রবেশপত্রসহ একটি নির্দেশনা তোমাদের ই-মেইল করা হবে। প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে।
  • শিক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্রে উল্লিখিত সময়ে নির্ধারিত ভেন্যুতে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্ধারিত ভেন্যু ছাড়া অন্য কোনো ভেন্যুতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই।
  • আঞ্চলিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৯টায় এবং পরীক্ষা সকাল ৯টা ৪৫ মিনিটে।
  • পরীক্ষার সময় ১ ঘণ্টা।
  • পরীক্ষার সময় মুঠোফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, চাঁদা ও কম্পাস ব্যবহার করা যাবে না।
  • পরীক্ষার হলে কলম ও পেনসিল সঙ্গে নিয়ে আসতে হবে।
  • প্রবেশপত্র অবশ্যই প্রিন্ট করে উৎসবে নিয়ে আসতে হবে। (সাদা-কালো অথবা রঙিন প্রিন্ট)
  • শিক্ষার্থীকে নিজ স্কুলের ২০২৪ অথবা ২০২৫ সালের আইডি কার্ড/বেতন রসিদ/ভর্তির রসিদ/প্রত্যয়নপত্র অথবা বার্ষিক পরীক্ষার রেজাল্ট কার্ডের যেকোনো একটি প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসতে হবে।
  • অবশ্যই ২০২৪ সালের ডিসেম্বর মাসে শিক্ষার্থী যে শ্রেণিতে পড়ার তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছে, সেই তথ্যের সঙ্গে প্রমাণপত্রের মিল থাকতে হবে।
  • শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের নির্দিষ্ট পোশাক পরে আসতে অনুপ্রাণিত করা হচ্ছে।
  • শিক্ষার্থীদের আসা-যাওয়াসহ যাবতীয় খরচ নিজেকে বহন করতে হবে।
  • আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিত জাতীয় গণিত উৎসবে অংশ নিতে পারবে।

Related Articles