এখন রমজান মাস, সাদ বের হয়েছে ইফতারি কিনতে। দোকানে গিয়ে দেখে, সে \(53\) টাকা দিয়ে \(3\) kg জিলাপি এবং \(4\) kg হালিম কিনতে পারে অথবা, \(37\) টাকা দিয়ে সে \(5\) kg জিলাপি এবং \(2\) kg হালিম কিনতে পারে। কিন্তু, সাদ হালিম খুবই পছন্দ করে এবং জিলাপি একদমই পছন্দ করে না। তাহলে, \(10\) kg হালিম আর \(1\) kg জিলাপি কিনতে সাদ-এর কত টাকা প্রয়োজন?
It's Ramadan time, and Saad is out buying Iftaar! At the store, he can either get \(3\) kg Jilapi and \(4\) kg Halim for \(53\) Taka or \(5\) kg Jilapi and \(2\) kg Halim for \(37\) Taka. But Saad really likes Halim and doesn't like Jilapi at all! How much should it cost him to get \(10\) kg Halim and \(1\) kg Jilapi?
BdMO National Primary 2020 P1
This section is intentionally left blank.
Re: BdMO National Primary 2020 P1
ধরি, জিলাপি=j, হালিম=hMursalin wrote: ↑Mon Feb 08, 2021 5:56 pmএখন রমজান মাস, সাদ বের হয়েছে ইফতারি কিনতে। দোকানে গিয়ে দেখে, সে \(53\) টাকা দিয়ে \(3\) kg জিলাপি এবং \(4\) kg হালিম কিনতে পারে অথবা, \(37\) টাকা দিয়ে সে \(5\) kg জিলাপি এবং \(2\) kg হালিম কিনতে পারে। কিন্তু, সাদ হালিম খুবই পছন্দ করে এবং জিলাপি একদমই পছন্দ করে না। তাহলে, \(10\) kg হালিম আর \(1\) kg জিলাপি কিনতে সাদ-এর কত টাকা প্রয়োজন?
It's Ramadan time, and Saad is out buying Iftaar! At the store, he can either get \(3\) kg Jilapi and \(4\) kg Halim for \(53\) Taka or \(5\) kg Jilapi and \(2\) kg Halim for \(37\) Taka. But Saad really likes Halim and doesn't like Jilapi at all! How much should it cost him to get \(10\) kg Halim and \(1\) kg Jilapi?
এখন, 3j+4h=53....(1)
আবার, 5j+2h=37, বা, 10j+4h=74....(2)
(2)-(1) করে পাই, 7j=21, বা, j=3
j এর মান (1) এ বসিয়ে পাই, 9+4h=53, বা, h=11
এখন, 10h+j=110+3=113
অতএব, সাদ-এর প্রয়োজন 113 টাকা।