Page 1 of 11

বাংলাদেশ অনলাইন ক্যাম্প - ২০১১

Posted: Mon Oct 10, 2011 12:02 am
by tanvirab
আমরা এই ফোরামভিত্তিক একটা ক্যাম্প করতে চাই আগামী ১৬ অক্টোবর-২১ অক্টোবর। এই প্রাথমিক থ্রেডটা চালু করা হল ক্যাম্পের বিষয় এবং প্রক্রিয়া ঠিক করার জন্য। এছাড়া ক্যাম্পের সময়ের ব্যাপারেও কারও আপত্তি থাকলে জানাতে পারো। ক্যাম্পটা দিনের কোন সময় পরিচালনা করলে সুবিধা হবে তাও ঠিক করতে হবে (যেহেতু ক্যাম্প পরিচালনায় প্রবাসীরা সংযুক্ত থাকবে তাই সময়ের ব্যাপারটা গুরুত্বপূর্ণ)।

এই ক্যাম্পটাকে গুরুত্ব সহকারে নিতে হবে। এখন থেকে আই.এম.ও. দল নির্বাচনে শুধু মূল ক্যাম্পের পরীক্ষার বাইরেও অন্যান্য বিভিন্ন কর্যক্রমে অংশগ্রহণ এবং পারফরম্যান্স অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

ক্যাম্পের বিষয়টা সুনির্দিষ্ট হইতে হবে। যেমন - শুধু নাম্বার থিওরি বা জ্যামিতি বললে হবে না। তারা ভিতরে ঠিক কি বিষয়ে আলোচনা করতে হবে তা বলতে হবে, তারপর আমরা সেই বিষয়ের খুবই গভীরে যাওয়ার চেষ্টা করব। যেমন একট উদাহরণ - generating function

ক্যাম্পের কার্যক্রমে বাংলা বা ইংরেজি ব্যবহার করা যাবে। তবে বাংলিশ ব্যবহার করা যাবে না। গণিত সমীকরণ লেখার জন্য LaTeX ব্যবহার করতে হবে।

পোস্টা করার সময় পোস্টের নিচে নাম লেখতে হবে।

তানভীর

Re: বাংলাদেশ অনলাইন ক্যাম্প - ২০১১

Posted: Mon Oct 10, 2011 2:38 pm
by sourav das
এই ক্যাম্পে কি নির্দিষ্ট কিছু বিষয় ভিত্তিক আলোচনা হবে নাকি বিষয় ভিত্তিক বিভিন্ন সমস্যা দেয়া হবে এবং সমাধান করতে হবে ?

সৌরভ

Re: বাংলাদেশ অনলাইন ক্যাম্প - ২০১১

Posted: Mon Oct 10, 2011 4:40 pm
by *Mahi*
১৬-২০ অক্টোবর ২০১২ এস এস সি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা চলবে... তাদের অনেককে তখন নাও পাওয়া যেতে পারে । এই বিষয়টা একটু দেখা উচিত ।

মাহি

Re: বাংলাদেশ অনলাইন ক্যাম্প - ২০১১

Posted: Mon Oct 10, 2011 8:53 pm
by Avik Roy
মাহি, নির্বাচনী পরীক্ষা কত তারিখ পর্যন্ত?

Re: বাংলাদেশ অনলাইন ক্যাম্প - ২০১১

Posted: Mon Oct 10, 2011 9:24 pm
by *Mahi*
২৪ তারিখ, আর এর পরে করলে এই মাসের শেষের দিকেই করা ভাল হবে, কারণ অন্যান্য ক্লাসে তাহলে শেষ সেমিস্টার বা ইয়ার ফাইনাল শুরু হওার আগে ক্যাম্পটা হবে।

মাহি

Re: বাংলাদেশ অনলাইন ক্যাম্প - ২০১১

Posted: Tue Oct 11, 2011 12:25 am
by Avik Roy
২৫-৩১ অক্টোবর, ঠিক আছে?

Re: বাংলাদেশ অনলাইন ক্যাম্প - ২০১১

Posted: Tue Oct 11, 2011 12:27 am
by Avik Roy
সৌরভ, ক্যাম্প মূলত হবে self study ধরনের। তবে ফোরামে উন্মুক্ত আলোচনার সুযোগ থাকবে

Re: বাংলাদেশ অনলাইন ক্যাম্প - ২০১১

Posted: Wed Oct 12, 2011 1:16 am
by sourav das
আমার একটা অনুরধ আছে। এই ক্যাম্প এ প্রতিদিন যদি প্রবলেম সেট এর PDF দেয়া হয় তাহলে খুব ভালো হয়।(IMO team selection ক্যাম্প এর মত)

সৌরভ

Re: বাংলাদেশ অনলাইন ক্যাম্প - ২০১১

Posted: Wed Oct 12, 2011 3:40 pm
by *Mahi*
সময় আমাদের জন্য ঠিক আছে , কিন্তু সেইটা সবাই বললে ভাল হইত না?

মাহি

Re: বাংলাদেশ অনলাইন ক্যাম্প - ২০১১

Posted: Thu Oct 13, 2011 8:02 pm
by Nadim Ul Abrar
হুআআআআআআআ

২২ তারিখ থেকে ফার্স্ট ঐয়ার ফাইনাল পরিক্ষা শুরু , হিক হিক ।



১ তারিখ এর পর করেন না , প্লিজ ঃ|



আর প্রশ্ন PDF হলে mobile user দের কি হবে ?



নাদিম