Page 3 of 11

Re: বাংলাদেশ অনলাইন ক্যাম্প - ২০১১

Posted: Mon Oct 17, 2011 2:50 pm
by *Mahi*
ibrahim wrote:All things should be suited with mobile. Latex can not be used by mobile.

Ibrahim
See the links given by Tanvir Bhai. There is instructions in there for using latex in mobile devices.

Mahi

Re: বাংলাদেশ অনলাইন ক্যাম্প - ২০১১

Posted: Mon Oct 17, 2011 4:30 pm
by nafistiham
I request to start it in November .

tiham

Re: বাংলাদেশ অনলাইন ক্যাম্প - ২০১১

Posted: Mon Oct 17, 2011 4:50 pm
by sm.joty
আচ্ছা ভাইয়া, ক্যাম্পে কি সবাই অংশ নিতে পারবে ?

Re: বাংলাদেশ অনলাইন ক্যাম্প - ২০১১

Posted: Mon Oct 17, 2011 5:56 pm
by rafid
কাম্পটা আসলে শুরু হচ্ছে কবে থেকে এবং কিভাবে হবে তা পরিষ্কারভাবে জানালে ভাল হয়। আমাদের ১ম সাময়িক পরিক্ষা চলছে এখন।

রাফিদ

Re: বাংলাদেশ অনলাইন ক্যাম্প - ২০১১

Posted: Mon Oct 17, 2011 10:36 pm
by Labib
আমার মনে হয় ক্যাম্প অক্টোবর এ থাকাটা ভালো... কারন সবারই কিছু না কিছু সমস্যা থেকেই যায়... (যেমন নভেম্বরের মাঝামাঝি আমার হাফ ইয়ারলি পরীক্ষা!! ) সম্ভবত তারিখটাও ঠিক হয়ে গেছে...

কোনো টপিক এর উপর কী স্পেসিফিকভাবে ক্লাস চাওয়া যাবে??

তাইলে আমি Functional Equation, Generating Function (মোটামুটি Function বিষয়ে যে কয়টা টপিক সম্ভব, সবগুলা... আমি Algebra তে বিশেষ দুর্বল কিনা... :mrgreen: ) ক্লাস চাচ্ছি!!
পারলে Inequality এর উপর আলোচনা হলেও ভাল হইত...

Re: বাংলাদেশ অনলাইন ক্যাম্প - ২০১১

Posted: Mon Oct 17, 2011 10:46 pm
by tanvirab
Functional equation কি এই বছর বা গত বছর ক্যাম্পে করানো হইসিল?

Re: বাংলাদেশ অনলাইন ক্যাম্প - ২০১১

Posted: Mon Oct 17, 2011 10:59 pm
by Labib
এইবছর ক্যাম্পে শুধু প্রব্লেম সল্ভিং হইসে...
অন ডিমান্ড ডিসকাশনও ছিল... কিন্তু ডিজে এর আলোচনা মাথার উপর দিয়ে গেসে!! :mrgreen:

Re: বাংলাদেশ অনলাইন ক্যাম্প - ২০১১

Posted: Mon Oct 17, 2011 11:52 pm
by Avik Roy
প্রথম অনলাইন গণিত ক্যাম্পের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।



ক্যাম্পের সময়- ২৫-৩১ অক্টোবর, ২০১১

প্রধান মেন্টর- Tanvir Ahamed Bhuyain

বিষয়- অসমতা (Inequalities)

টেক্সট- Inequalities: A Mathematical Olympiad Approach

অংশগ্রহণকারী- বিগত বর্ধিত ক্যাম্পের সকলের জন্য বাধ্যতামূলক

ফোরামে রেজিস্টার্ড বাকি সকলের জন্য ঐচ্ছিক, উন্মুক্ত



নিয়মাবলী-



১) ক্যাম্পের পাঠ্যপুস্তক সবাইকে নিজ দায়িত্বে সংগ্রহ করতে হবে/ ডাউনলোড করে নিতে হবে।

২) পাঠ্য বিষয়ে নিজে নিজে পড়াশোনা করতে হবে, ফোরামে উন্মুক্ত আলোচনার অবকাশ থাকবে।

৩) ফোরামে বাংলা কিংবা ইংরেজি ভাষা ব্যবহার করা যাবে, তবে বাংলিশ ভাষা ব্যবহার করা যাবে না, বাংলা লিখলে বাংলা হরফে লিখতে হবে।

৪) পরীক্ষার প্রশ্ন ইংরেজিতে করা হবে।

৫) আলোচনায় সমীকরণ অবশ্যই LaTeX ব্যবহার করে লিখতে হবে।

৬) অংশগ্রহণকারীদের অবশ্যই ফোরামে রেজিস্টার্ড হতে হবে।



পরীক্ষা পদ্ধতি-



১ নভেম্বর সকাল ৬টায় (BST) গণিত অলিম্পিয়াড ফোরামে প্রশ্ন আপলোড করে দেওয়া হবে। উত্তর ইমেইলে বা পোস্টের মাধ্যমে জমা দেওয়া যাবে। ইমেইলে উত্তর পাঠানোর শেষ সময় ১ নভেম্বর বিকাল ৭টা। পোস্ট করতে চাইলে সেটা কুরিয়ার করতে হবে ১ তারিখেই, যেন ২ তারিখের মধ্যে আমরা সেটা পেয়ে যাই। ইমেইলের মাধ্যমে উত্তর পাঠাতে চাইলে সেটা ফোরামে Private Message আকারে পাঠানো যাবে, কিংবা হাতে লেখা উত্তরপত্র স্ক্যান করে মেইল করা যাবে। Private Message আকারে পাঠানো উত্তরপত্রে সকল সমীকরণ অবশ্যই LaTeX ব্যবহার করে লিখতে হবে।

Re: বাংলাদেশ অনলাইন ক্যাম্প - ২০১১

Posted: Tue Oct 18, 2011 1:31 am
by tanvirab
বইয়ের প্রথম অধ্যায়ে সাতটা পরিচ্ছেদ আছে। আমরা প্রতিদিন একটা করে পরিচ্ছেদ আলোচনা করবে। তারমানে এই না যে একদিন অন্যদিনেরটা নিয়ে আলোচনা করা যাবে না। তবে ধারাবাহিকতা যতটা সম্ভব বজায় রাখার চেষ্টা করা হবে।

প্রত্যেকটা পরিচ্ছেদের জন্য একটা আলাদা থ্রেড তৈরি করব আমি। তবে এই থ্রেডগুলোতে বিস্তারিত আলোচনা হবে না, শুধুমাত্র সম্পূর্ণ পরিচ্ছেদ সম্পর্কে সামগ্রিক কোনো আলোচনা থাকলে সেটা হবে। কোনো বিশেষ সমস্যা, উপপাদ্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চাইলে একটা নতুন থ্রেড খুলতে হবে এবং পরিচ্ছেদের থ্রেডে সেইটার লিংক এবং সংক্ষিপ্ত (১-২ বাক্য) বিবরণ দিতে হবে। এতে একট পরিচ্ছেদ সম্পর্কে কি কি আলোচনা হচ্ছে সেইটা সুন্দরভাবে গোছানো থাকবে। অর্থাৎ পরিচ্ছেদের থ্রেডটা মূলত সূচিপত্র হিসাবে ব্যবহৃত হবে। ক্যাম্প সম্পর্কিত প্রতিটি থ্রেডের নামের শেষে [বাংলাদেশ অনলাইন ক্যাম্প - ২০১১] যোগ করতে হবে।

ক্যাম্প এবং পরীক্ষা বিষয়ে সাধারণ আলোচনার জন্য এই থ্রেডটা ব্যবহার করতে হবে।

বইয়ের পিছনে সব সমস্যার সমাধান করা আছে। ক্যাম্প আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার আগে সেই সমাধান দেখা যাবে না। নিজ দায়িত্বে এই নিয়ম মানতে হবে, এতে ভবিষ্যতে নিজেরই লাভ হবে। কোনো সমস্যার সমাধান করতে না পারলে সেইটা ফোরামে সেই পরিচ্ছেদের থ্রেডের মাধ্যমে একটা নতুন থ্রেড চালু করার মাধ্যমে আলোচনা করতে হবে, এবং আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে হবে। বইয়ের বাইরেও ইন্টারনেটে অন্য কোথাও বা অন্য কোনো বইয়ে সমাধান দেখা যাবে না। এই নিয়ম শুধু পরীক্ষার জন্য না, সম্পূর্ণ ক্যাম্প চলাকালীন সময়ই মানতে হবে। যদি কারও আগে থেকেই কোনো সমাধান জানা থাকে, বা আগেই বইয়ের সমাধান পড়া থাকে তাইলে সেইটা আলোচনায় অংশগ্রহণ করার সময় সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। পরীক্ষায়ও হয়ত দুর্ভাগ্যজনকভাব এমন প্রশ্ন চলে আসতে পারে যেইটার সমাধান কেউ আগে থেকেই জানে, সেইক্ষেত্রেও এইটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে সমাধান জমা দেওয়ার সময়। এই নিয়মের লঙ্ঘণ যদি প্রমাণিত হয়, তাহলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

Re: বাংলাদেশ অনলাইন ক্যাম্প - ২০১১

Posted: Tue Oct 18, 2011 1:34 am
by tanvirab
যারা মোবাইলে LaTeX ব্যবহার করা নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছ, তারা ফোরামের সাইট সাপোর্ট দেখো (এই থ্রেডেও কোনো এক জায়গায় লিংকগুলো আছে)। সমস্যাটা কি LaTeX দেখা নিয়ে নাকি লেখা নিয়ে?