Page 1 of 6

দ্বিতীয় বাংলাদেশ অনলাইন গণিত ক্যাম্প

Posted: Sat Mar 17, 2012 9:04 pm
by Avik Roy
বিতীয় অনলাইন গণিত ক্যাম্পের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।



ক্যাম্পের সময়- ২৬-৩০ মার্চ, ২০১২

২৬-২৭: অল্পসল্প থিওরি পড়া হবে।

২৮- ২৯: selected practice problems

৩০: পরীক্ষা



প্রধান মেন্টর- নাজিয়া চৌধুরী এবং সামিন রিয়াসাত

বিষয়- IMO এর প্রশ্নের স্ট্যান্ডার্ড অনুসারে ১ এবং ৪ এর উপযোগী অজ্যামিতিক বিষয়

অংশগ্রহণকারী- জাতীয় গণিত ক্যাম্পের সকলের জন্য বাধ্যতামূলক

ফোরামে রেজিস্টার্ড বাকি সকলের জন্য ঐচ্ছিক, উন্মুক্ত



নিয়মাবলী-



১) ক্যাম্পের পাঠ্যপুস্তক (এটা প্রধান মেন্টররা সিদ্ধান্ত নিয়ে জানাবে) সবাইকে নিজ দায়িত্বে সংগ্রহ করতে হবে/ ডাউনলোড করে নিতে হবে।

২) পাঠ্য বিষয়ে নিজে নিজে পড়াশোনা করতে হবে, ফোরামে উন্মুক্ত আলোচনার অবকাশ থাকবে।

৩) ফোরামে বাংলা কিংবা ইংরেজি ভাষা ব্যবহার করা যাবে, তবে বাংলিশ ভাষা ব্যবহার করা যাবে না, বাংলা লিখলে বাংলা হরফে লিখতে হবে।

৪) পরীক্ষার প্রশ্ন ইংরেজিতে করা হবে।

৫) আলোচনায় সমীকরণ অবশ্যই LaTeX ব্যবহার করে লিখতে হবে।

৬) অংশগ্রহণকারীদের অবশ্যই ফোরামে রেজিস্টার্ড হতে হবে।



পরীক্ষা পদ্ধতি-



গণিত অলিম্পিয়াড ফোরামে প্রশ্ন আপলোড করে দেওয়া হবে। উত্তর ইমেইলে বা পোস্টের মাধ্যমে জমা দেওয়া যাবে। ইমেইলে উত্তর পাঠানোর শেষ সময় প্রশ্ন আপলোড হওয়ার ১২ ঘণ্টার মধ্যে। পোস্ট করতে চাইলে সেটা কুরিয়ার করতে হবে সেই দিনই, যেন পরদিনের মধ্যে আমরা সেটা পেয়ে যাই। ইমেইলের মাধ্যমে উত্তর পাঠাতে চাইলে সেটা ফোরামে Private Message আকারে পাঠানো যাবে, কিংবা হাতে লেখা উত্তরপত্র স্ক্যান করে মেইল করা যাবে। Private Message আকারে পাঠানো উত্তরপত্রে সকল সমীকরণ অবশ্যই LaTeX ব্যবহার করে লিখতে হবে।



কিছু গুরুত্বপূর্ণ লিংক-



গণিত অলিম্পিয়াড ফোরাম: http://www.matholympiad.org.bd/forum/index.php

গুরুত্বপূর্ণ বই এবং reading material পাওয়া যাবে: http://www.kmcbd.org/books

LaTeX ব্যবহারের জন্য প্রয়োজনীয় তথ্য এবং টিউটোরিয়াল ফোরামে পোস্ট করা আছে। মোবাইল ব্যবহারকারীদের জন্য LaTeX ব্যবহারের নিয়মাবলীও সেখানে রয়েছে।

দ্বিতীয় বাংলাদেশ অনলাইন গণিত ক্যাম্প

Posted: Sat Mar 24, 2012 9:10 am
by NaziaC
Hi everybody!
Now that Mushfiqur Rahim and co. have *really* started glorifying Bangladesh, we should play our part as well. We'll make Bangladesh proud in our own way; and what is a better starting point than an online math camp?

মাহবুব স্যারের ইচ্ছা অনুযায়ী, এই ক্যাম্প মূলত জাতীয় গণিত ক্যাম্পের একটি continuation- on number theory. তবে যারা জাতীয় ক্যাম্পে অংশ নাওনি, তাদের ভয় পাওয়ার কোন কারণ নেই। You will be perfectly alright.

ক্যাম্পের পাঠ্যবস্তু

আপাতত এই তিনটা দিয়ে শুরুঃ
1. Elementary Number Theory by Burton Chapters 1- 5
2. Theory of Numbers by Adler
3. This thread:
http://www.artofproblemsolving.com/Foru ... 0&t=469649

তোমরা পড় এবং নিজেরা আলোচনা কর এখানে। Make sure that you are done with these by the March 27, 2012.

এই ক্যাম্পের বিশেষ ফোকাস আই এম ও ১/ ৪ জাতীয় সমস্যা, নাম্বার থিওরী ভিত্তিক। সুতরাং, থিওরী পড়ার পর সমস্যা আলোচনা হবে আরো বেশি গুরুত্বপূর্ণ। সমস্যা আলোচনা হবে 104 problem book আর আগের সব আই এম ও'র নাম্বার থিওরী ভিত্তিক ১/ ৪ এর উপর।

More details on that part will be coming soon. Get on to theory discussion now! :)

(আমি কালকে ইন্টারনেট যোগাযোগের বাইরে থাকব। সিনিয়র মেম্বারদের প্রতি অনুরোধ আলোচনা এগিয়ে নেয়ার জন্য।)

Re: দ্বিতীয় বাংলাদেশ অনলাইন গণিত ক্যাম্প

Posted: Sat Mar 24, 2012 10:09 am
by nayel
And if you want to discuss/ask for help about a problem/exercise, please make sure to state the problem/exercise at the beginning of your post so that everyone knows what you're talking about.

Re: দ্বিতীয় বাংলাদেশ অনলাইন গণিত ক্যাম্প

Posted: Sat Mar 24, 2012 11:12 am
by Tahmid Hasan
ছোট্ট একটা প্রশ্ন-সাধারণত আইএমওতে ১/৪ নম্বরে শর্টলিস্টের ১-২ এবং আল্প কিছু ক্ষেত্রে ৩ নম্বর প্রশ্ন পড়ে থাকে।তাহলে সেইগুলা চর্চা করলে কেমন হয়?
আর আগে থেকেই আমার বেশিরভাগ ১/৪ নম্বর সমাধান করা আছে,এক্ষেত্রে কোন সমস্যা হবে কি?

Re: দ্বিতীয় বাংলাদেশ অনলাইন গণিত ক্যাম্প

Posted: Sat Mar 24, 2012 6:33 pm
by nayel
কর, সমস্যা নাই। ইচ্ছা করলে অন্য জায়গা থেকেও করতে পার।

কেউ কোন প্রবলেমের সমাধান যাচাই করতে চাইলে প্রবলেম আর সমাধান এই ফোরামে (Naitonal Math Camp) আলাদা থ্রেড বানায়ে তাতে পোস্ট করবা (প্রবলেম যে জায়গার হোক সমস্যা নাই)। কিন্তু সমাধান hidden করে পোস্ট করবা। থ্রেডের নামের শেষে (BOMC-2) যোগ করবা মনে করে।

Re: দ্বিতীয় বাংলাদেশ অনলাইন গণিত ক্যাম্প

Posted: Sun Mar 25, 2012 3:08 pm
by sourav das
Barton's number theory book's link

http://safelinking.net/p/0274ea4489

Re: দ্বিতীয় বাংলাদেশ অনলাইন গণিত ক্যাম্প

Posted: Sun Mar 25, 2012 10:10 pm
by *Mahi*
Post edited.
(Do not ever give direct links to file sharing sites for books or anything else, we do not want any trouble for sharing links to pirated books.)

Re: দ্বিতীয় বাংলাদেশ অনলাইন গণিত ক্যাম্প

Posted: Mon Mar 26, 2012 10:10 pm
by itsnafi
What has happened in the 1st day?can anyone kindly tell me?

Re: দ্বিতীয় বাংলাদেশ অনলাইন গণিত ক্যাম্প

Posted: Tue Mar 27, 2012 1:43 pm
by *Mahi*

Re: দ্বিতীয় বাংলাদেশ অনলাইন গণিত ক্যাম্প

Posted: Tue Mar 27, 2012 3:05 pm
by sm.joty
Please visit here for a problem. And try to help me. :D
http://www.matholympiad.org.bd/forum/vi ... =14&t=1910