Page 1 of 1

কর্ক

Posted: Sat Dec 17, 2011 11:50 pm
by amlansaha
ব্যাডমিন্টন খেলায়, কর্ককে রাকেট দিয়ে আঘাত করলে কর্কটা উল্টে যায় কেন?

Re: কর্ক

Posted: Sun Dec 18, 2011 12:39 am
by *Mahi*
কর্কের পিছের দিকটা হাল্কা তাই যেদিকেই যায় ভারী দিকটা সামনে থাকে।

Re: কর্ক

Posted: Sun Dec 18, 2011 1:10 am
by amlansaha
please explain more.

Re: কর্ক

Posted: Sun Dec 18, 2011 4:45 am
by Labib
আমরা জানি, বাতাসের বাধার জন্যে হাল্কা জিনিস ধীরে চলে... (যেমন আপনি একি শক্তি দিয়ে পালক আর বল ছুড়ে দিলে বল দ্রুত এবং বেশী দূরে যাবে... কারন এর ভর বেশি...)
যেহেতু কর্কের মাথা ভারি, তাই সেটা পালক এর থেকে দ্রুত চলে এবং সবক্ষেত্রেই পালককে পেছনে ফেলে দেয়...

Re: কর্ক

Posted: Sun Dec 18, 2011 12:40 pm
by amlansaha
yeah, that's right :)

Re: কর্ক

Posted: Sun Dec 18, 2011 1:35 pm
by nafistiham
আমার ধারনা আরেকটা বিষয় হল সূক্ষ্মতা । কেননা, যদি কর্কের মাথাটা পালকের অংশ থেকে যদি চিকন না হত তবেও কর্কটা এভাবে এগোত না । একই কারণে ক্ষেপণাস্ত্রর মুখ সূচালো হয় ।

Re: কর্ক

Posted: Sun Dec 18, 2011 2:21 pm
by amlansaha
তিহাম, আমি এই কথাটা লিখতে যাচ্ছিলাম। তোমাকে ধন্যবাদ :)

Re: কর্ক

Posted: Thu Dec 22, 2011 1:48 pm
by Ipsc palash
আসলে এটা মনে ভারীর উপর না ঘনত্বের উপর নির্ভর করে। যেমন সমভরের তুলা ও লোহার মাঝে লোহা আগে পরবে

Re: কর্ক

Posted: Thu Dec 22, 2011 2:07 pm
by amlansaha
Ipsc palash wrote:আসলে এটা মনে ভারীর উপর না ঘনত্বের উপর নির্ভর করে। যেমন সমভরের তুলা ও লোহার মাঝে লোহা আগে পরবে
আসলে ভারী বা হাল্কা বলতে তো ওই জিনিসের ঘনত্বটাই বুঝানো হয়, তাইনা? যে জিনিসের ঘনত্ব বেশি সেটা ভারী বেশি, আর ঘনত্ব যত কম, জিনিসটা তত হালকা। অন্যভাবে বলতে গেলে একই আয়তনের লোহা আর তুলাকে দুই হাতে ধরলে আমরা বলব, তুলা হালকা, লোহা ভারী। কারণ, তুলার ঘনত্ব কম, লোহার বেশী :)