Page 1 of 1

চার্জ

Posted: Wed Jun 27, 2012 12:54 am
by Abdul Muntakim Rafi
১। চার্জ সবসময় কোন পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করে। ফারাডের বাটারফ্লাই net experiment তা প্রমাণ করে। কিন্তু পৃষ্ঠে কেন? Butterfly experiment এ নেট উলটাইলে চার্জ পৃষ্ঠে চলে আসে। কেন?

Re: চার্জ

Posted: Wed Jun 27, 2012 8:37 am
by tanvirab
এইটা ঠিক চুম্বকের মতোউ। চুম্বকের যেমন প্রান্তভাগে সবচেয়ে বেশি চুম্বকত্ব থাকে, একই কারণে পরিবাহীর পৃষ্ঠে চার্জ থাকে। পরিবাহীর ভিতরের মুক্ত চার্জগুলা নিজেদেরকে এমনভাবে সাজাইয়া নেয়া যাতে মোট চার্জ শূণ্য হয়; শুধু পৃষ্ঠের চার্জগুলাই এই কাজ করতে পারে না, কারণ তাদের বাইরে আর কোনো চার্জ নাই।

Re: চার্জ

Posted: Sat Jun 30, 2012 10:53 pm
by Abdul Muntakim Rafi
হুম। পৃষ্ঠে কেন থাকে বুঝলাম।
কিন্তু নেট এর ভেতরের দিক ও তো একটা পৃষ্ঠ। এর বাইরের দিকে তো কিছু নাই। তাইলে অইখানে কেন চার্জ থাকে না? আর নেট নেট উলটাইলে চার্জ ওই পৃষ্ঠে চলে যায়?
মানে জিনিসটা কিভাবে হয়?

Re: চার্জ

Posted: Sun Jul 01, 2012 8:26 am
by tanvirab
একই কারণে। ইলেকট্রনগুলা যেহেতু পরস্পরকে বিকর্ষণ করে তাই তারা যতো বেশি দূরত্বে সম্ভব থাকতে চাবে। বাইরের পৃষ্ঠে থাকলে বেশি দূরত্বে থাকা সম্ভব।

মূল বিষয়টা হইল বিভব শক্তি যতটা সম্ভব কম করতে চায়। তাই ইলেকট্রনগুলা বেশি দূরত্বের দিকে যাবে এবং এমনভাবে সাজাবে যাতে মোট তড়িৎক্ষেত্র শূণ্য হয়।

Re: চার্জ

Posted: Sun Jul 01, 2012 7:26 pm
by Abdul Muntakim Rafi
১। মানে যে পৃষ্ঠের ক্ষেত্রফল বেশি ইলেক্ট্রন সেই পৃষ্ঠে থাকে?

২। তাইলে দুইটা পৃষ্ঠ মিলিয়ে থাকলে অসুবিধা কি? বেশি জায়গা জুড়ে থাকতো। পরস্পর থেকে দূরত্ব বেশি থাকতো।

Re: চার্জ

Posted: Mon Jul 02, 2012 7:16 am
by tanvirab
পৃষ্ঠটার জ্যামিতিক আকার যদি এমন হয় যে ভিতরের পৃষ্ঠে থাকলে বেশি দূরত্বে যাওয়া সম্ভব তাইলে সেইখানেই যাবে। ইলেকট্রনগুলার বিকর্ষণের ফলে তারা পরস্পর হতে সাম্ভাব্য সর্বোচ্চ দূরত্বের অবস্থানে যাবে।

Re: চার্জ

Posted: Mon Jul 02, 2012 7:22 am
by tanvirab
আরেকটা বিষয় হইল চার্জগুলা যদি ভিতরের দিকে থাকে তাইলে পরিবাহীটার ভিতরে একটা তড়িৎক্ষেত্র তৈরি হবে, যার কারণে ইলেকট্রনগুলা নড়াচড়া করবে এবং এমন জায়গায় যাবে যাতে ঐ তড়িৎক্ষেত্রটা শূণ্য হয়।

Re: চার্জ

Posted: Wed Jul 04, 2012 1:56 pm
by Abdul Muntakim Rafi
এখন ব্যাপারটা বুঝা গেল। :)