Page 1 of 1

চুম্বকের নিষ্ক্রিয় বিন্দু

Posted: Tue Jan 11, 2011 2:51 pm
by AntiviruShahriar
চুম্বকের নিষ্ক্রিয় বিন্দু টা ভালো কইরা বুঝি নাই...। আমি কয়েকজনের সাথে আলোচনা করলাম কেউ বলতে পারলো না... :roll: । আমি নিজেও সপ্তম শ্রেণী থেকেই ওইটা বুঝি নাই :?
(চতুর্দশ অধ্যায়,সাধারন বিজ্ঞান) সপ্তম শ্রেণী।

Re: চুম্বকের নিষ্ক্রিয় বিন্দু

Posted: Tue Jan 11, 2011 11:58 pm
by mubtasim123
:geek: ধর তোমার একটা clone করা হলো. দুজোনের ই সমান শক্তি. এখন যদি তুমি এবং তোমার clone কে বিপরীত দিকে একটা দড়ি টেনে নিয়ে যেতে বলা হই তাহলে তোমাদের কেও ই দড়ি নিয়ে নড়তে পারবেনা. এখানে বিপরীত সক্তি use করা হলেও দড়িত নড়চেনা . থাহলে এ ক্ষেত্রে এটাকে নিস্ক্রিয় বল বলা যেতে পারে. একই ভাবে চুম্বুক ক্ষেত্রে বিভিন্ন পিন্ট আসে যেখানে দুটি বিপরীত বল অকিশাতে সমান ভাবে একটা অবজেক্ট এর উপরে কাজ করে. এবং একে অপরকে cancel করে. এখানে চুম্বকের কোনো প্রভাব থাকে না. প্রবাব হলো শূন্য. :geek:
:) I think that's what you wanted as your answer, and sorry for wrong spellings :)

Re: চুম্বকের নিষ্ক্রিয় বিন্দু

Posted: Wed Jan 12, 2011 11:48 am
by AntiviruShahriar
বুঝলাম। :| এক্ষেত্রে তো বলরেখার নিষ্ক্রিয় বিন্দু অনেক দূরে থাকার কথা। এখানে কাছে দেখানো হয়েছে কেন??? :?
সাধারণ ক্ষেত্রে চুম্বকের মাঝের অংশে আকর্ষন কম থাকে(অন্য অংশ থেকে)।[কেন?] আর মাঝে যদি আমি চুম্বক টা কে কেটে ফেলি সেক্ষেত্রে বড় চুম্বকের মাঝের অংশ টা তো ছোট চুম্বকের একটা মেরু হয় আর সেক্ষেত্রে ওই অংশের আকর্ষন আবার বেশি হয়ে যায় (আণবিক তত্ব)। এইটার ব্যাখ্যা আমি আমি কেমনে দিতে পারি?? :?:

Re: চুম্বকের নিষ্ক্রিয় বিন্দু

Posted: Tue Jun 05, 2012 4:36 pm
by Adnan Shahriar
:twisted: :)

Re: চুম্বকের নিষ্ক্রিয় বিন্দু

Posted: Wed Jun 06, 2012 12:40 am
by tanvirab
একটা চুম্বকের কোনো নিষ্ক্রিয় বিন্দু নাই। নিষ্ক্রিয় বিন্দু হবে দুইটা চুম্বক থাকলে। যেমন একটা দন্ড চুম্বক এবং ভূচুম্বকের মাঝখানে একটা বিন্দু যেইখানে দুইটা চুম্বকের বিপরীতমুখী বল সমান (অর্থাৎ মোট বল শূণ্য)। যেহেতু ভূচুম্বকটা দন্ড চুম্বকের চেয়ে অনেক বেশি শক্তিশালী সেহেতু দুইটার বল সমান হইতে হইলে দন্ড চুম্বকটার কাছাকাছি যাইতে হবে।

আর একট দন্ড চুম্বক আসলে অনেকগুলা ছোট চুম্বকের সম্মিলন। প্রতিটা ছোট চুম্বকেরই উত্তর এবং দক্ষিণ মেরু আছে। দন্ড চুম্বকের মধ্যে এই মেরুগুলা সুন্দরভাবে সাজানো থাকে। যেমন - যেমন একটা ছোট চুম্বকের দক্ষিণ মেরুর পরে আরেকটা ছোট চুম্বকের উত্তর মেরু থাকে; আবার সেইটার দক্ষিণ মেরুর পরে আরেকটা ছোট চুম্বকের উত্তর মেরু থাকে। এইভাবে দন্ড চুম্বকের শুধুমাত্র প্রান্তভাগের ছোট চুম্বকগুলার মেরু উন্মুক্ত থাকে। মাঝের দিকের ছোট চুম্বকগুলার মেরু অন্য আরেকটা ছোট চুম্বকের বিপরীত মেরুর সংস্পর্শে থাকে; এই কারণে মাঝামাঝি চুম্বকের শক্তি কম হয়। কিন্তু চুম্বকটাকে দুই ভাগ করলে মাঝখানের ছোট চুম্বকগুলা উন্মুক্ত হইয়া যায়, এবং সেইখানে একটা শক্তিশালী মেরু তৈরি হয়।