প্রভাবকের কাহিনী
-
- Posts: 190
- Joined: Sat Apr 23, 2011 8:55 am
- Location: Khulna
প্রভাবকের কাহিনী
কোন রাসায়নিক বিক্রিয়ায় কোন প্রভাবক ব্যবহার করতে হবে তার কি কোন নিয়ম আছে ? নাকি , এটা পুরাই trial & error ।
Re: প্রভাবকের কাহিনী
কিছুটা trial & error তবে পুরাপুরি না। এইটাই chemical engineer দের কাজ, কি দিলে কি বিক্রিয়া হবে সেইটা বাইর করা।
Re: প্রভাবকের কাহিনী
ভাইয়া, একটা প্রশ্ন-
সাধারণত, একটা প্রভাবক শুধু একটা নির্দিষ্ট বিক্রিয়াকেই কেন প্রভাবিত করে? অন্য বিক্রিয়াগুলোকে প্রভাবিত করে না কেন? 


Re: প্রভাবকের কাহিনী
কি জানি! আমি রসায়ন তেমন কিছু জানি না, সেইটার প্রকৌশলবিদ্যাতো আরও মারাত্নক ব্যাপার। পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থাইকা অণুর বন্ধন ভাঙা এবং জোড়া লাগানোর জন্য যেই শক্তি দরকার সেইটার আদান প্রদানের পরিস্থিতি তৈরি করা, বা আদান প্রদানে মাধ্যম হিসাবে কাজ করাই হইল প্রভাবকের কাজ। যেমন দুইটা বড় অণুর বিক্রিয়ায় হয়ত ছোট অণু প্রভাবক হিসাবে কাজ করতে পারে কারণ সেইটার পক্ষে বড় অণুর বিভিন্ন কোণো কাণায় যাওয়া সহজ অণ্য একটা বড় অণুর চেয়ে। এরবেশি কিছু জানি না আমি।