Page 1 of 1

ABOUT PROCESS OF DELETE

Posted: Thu Sep 08, 2011 6:52 pm
by MATHPRITOM
When we delete a document from pc where it goes?is it vanished totally?how it is possible?

Re: ABOUT PROCESS OF DELETE

Posted: Wed Nov 09, 2011 12:25 pm
by bidrohi
এটা আমারো মাথায় আসছিল... :?:
একটা file delete করার পর ওইটা আবার file recovery software দিয়ে recover করা যায় (যদিও আমি নিজে কখনো করি নাই... :?: )
recover যদি করাই গেল তাহলে ওইটা deleted হল কীভাবে?????? :?: :?: :?:

Re: ABOUT PROCESS OF DELETE

Posted: Wed Nov 09, 2011 3:15 pm
by tanvirab
যেই জিনিসটা ডিলিট করা হয় সেইটা মোমরি থাইকা ডিলিট করা হয়, কিন্তু হার্ডওয়্যারে থাইকা যায়, যতক্ষণ না একই জায়গায় নতুন কোনো তথ্য লেখা হইতেসে। মেমোরি হইল একটা তালিকার মতো, হার্ডওয়্যারের কোনো জায়গায় কি আছে সেইটা মেমোরিতে থাকে (আরও সঠিকভাবে বললে "ইনডেক্স")। যখন কোনো তথ্য প্রয়োজন হয় তখন সেই তালিকা দেইখা খুঁইজা বাইর করতে হয়। ডিলিট করার অর্থ হইল জিনিসটাকে তালিকা থাইকা মুইছা দেওয়া যাতে আর খুঁইজা না পাওয়া যায। কিন্তু হার্ডওয়্যার থাইকা মুছা হয় না। হার্ডওয়্যার থাইকা মুছতে হইলে সেই একই জায়গায় নতুন কোনো তথ্য লেখতে হবে, অথবা এমনকিছু করতে হবে যাতে হার্ডওয়্যারের ঐ অংশটা পরিবর্তন হয় (যেমন মাটিতে আছাড় মারা, অথবা বৈদ্যুতিক প্রবাহ)

যেমন টেলিফোন ডিরেক্টরির কথা চিন্তা কর। টেলিফোন ডিরেক্টরি থাইকা একটা নাম্বার মুইছা ফেলার মানে এই না যে টেলিফোনটা আর নাই। টেলিফোন আগে মতোই আছে, খালি ডিরেক্টরিতে নাম্বারটা নাই। সুতরাং তোমার পক্ষে ঐ টেলিফোনে ফোন করা আর সম্ভব হবে না, যতক্ষণ না কোনোভাব নাম্বারটা ফেরত আনা হইতেসে (file recovery software এর মতো)

Re: ABOUT PROCESS OF DELETE

Posted: Sun Nov 27, 2011 11:43 pm
by atiqur_jhe
এইবার বুঝছি । :D

Re: ABOUT PROCESS OF DELETE

Posted: Sat Dec 03, 2011 2:18 am
by amlansaha
ও আচ্ছা এই ঘটনা :O

Re: ABOUT PROCESS OF DELETE

Posted: Sat Dec 03, 2011 5:27 pm
by nafistiham
আগে বুঝতেছিলাম না। পড়ে ফাইল রিকভারি সফটওয়্যার ইন্সটল দিলাম ।ওইটার কার্যকলাপ দেখে বুঝতে পারছি । কিন্তু সমস্যা হল । একটা ফাইল ডিলিট হলে পৃথক ভাবে হয় । ফলে, ফোল্ডার ডিলিট করলে ওভাবে আর পাওয়া যায় না ।