Unread post
by AntiviruShahriar » Mon Jan 09, 2012 1:45 pm
আমার বাসা পালটানোর জন্য আসলে কোন ঠিকানা দিবো তা বুঝতেছিলাম না, কারণ নতুন এলাকায় আমাকে তেমন কেউ চিনেনা, তাই আমার নামে কোনো চিঠি আসলে কেউ সঠিকভাবে বলতে পারবেনা। তো অন্যসব কিছু পূরণ করেও ঠিকানার অংশটা খালি রাখছিলাম। ভাইয়া বলছিলো তার অফিসের ঠিকানা দিতে, তাহলে সেটা ভাইয়ার কাছে যাবে & আমার কাছেই আসবে। বন্ধুদের সবাই একসাথে পোস্ট করতেছিলো তখন ব্যাগে আমারটাও ছিলো বলে সবার সাথেই পোস্ত করে দিয়েছি