Page 1 of 2

একটি প্রস্তাব এবং সকলের সহযোগিতা।

Posted: Fri Jan 20, 2012 10:56 am
by sourav das
আমার মনে হয় শহরের শিক্ষার্থীরা গ্রামের শিক্ষার্থীদের চেয়ে অনেক বেশি সুবিধা পায়। আমি অনেক কে দেখেছি যাদের মাঝে নতুন কিছু শিখার অনেক আগ্রহ এবং ক্ষমতা রয়েছে কিন্তু শুধুমাত্র সুজগ-সুবিধা এবং অনুপ্রেরণার অভাবে পিছিয়ে পড়ছে। এবং আমদের মত দরিদ্র দেশে এটাই স্বাভাবিক। কিন্তু এটা ঠিক না । কেউ জন্মগত ভাবে অধিকার বঞ্চিত হতে পারে না। তাই এরকম শিক্ষার্থীদের অনুপ্রেরণার জন্য আমার একটা বিষয় করার ইচ্ছা আছে।

আমি একটা ত্রৈমাসিক পত্রিকা বের করতে চাই। এ বিষয়ে আমি অনেক দূর চিন্তা ভাবনাও করেছি। এখন আমি সকলের কাছে সহযোগিতা চাইছি। কারণ ব্যাপারটা আমার একার পক্ষে সামলানো সহজ বাপার না। আমি তাই সকলের সহযোগিতা চাই। আর এরকম ত্রৈমাসিক পত্রিকা বের করার জন্য কি কি করতে হবে টা বড়দের কাছ থেকে জানতে চাই। চাইলে এই পোস্ট এ আমি আমার প্ল্যান সবাইকে জানাতে পারি।

Re: একটি প্রস্তাব এবং সকলের সহযোগিতা।

Posted: Fri Jan 20, 2012 6:07 pm
by Tahmid Hasan
পত্রিকা ছাপালেও দূর-দূরান্তে পৌঁভহানোর ব্যাপারটাতে সহযোগিতা বেশি লাগবে মনে হয়।

Re: একটি প্রস্তাব এবং সকলের সহযোগিতা।

Posted: Fri Jan 20, 2012 9:29 pm
by sourav das
ব্যাপারটা এভাবে চিন্তা কর, পত্রিকাটা ছাপার পর আমরা যদি পত্রিকাগুলো সব বিদ্যালয়গুলোতে পৌঁছাতে পারি সেটা অন্তত ফল দিবে।

Re: একটি প্রস্তাব এবং সকলের সহযোগিতা।

Posted: Fri Jan 20, 2012 10:24 pm
by Moon
পত্রিকা ছাপানোর আইডিয়া সেই তানভীর ভাইদের আমল থেকে চলে আসছে। আমিও একসময় ভাবছিলাম করব...পরে ওইটা না করে ফোরাম বানাইছি। ইন্টারনেটের কোনকিছু ছড়িয়ে দেওয়া অনেক সহজ, কিন্তু সমস্যা হল আমাদের দেশে ইন্টারটে গণিত করবে এরকম মানুষ কম!

আমি নিরুৎসাহিত করছি না, কিন্তু পত্রিকার ক্ষেত্রে কিকি জিনিস লাগবে এগুলো কি ভেবে দেখেছ? সবচেয়ে আগে আসে কন্টেন্ট কে দিবে! গণিত ইশকুল কিন্তু এরকম independent পত্রিকার বিকল্প হিসেবেই ছাপা হয়, কিন্তু সেইটারও কিন্তু কন্টেন্টের যথেষ্ট সংকট।

Re: একটি প্রস্তাব এবং সকলের সহযোগিতা।

Posted: Sat Jan 21, 2012 10:09 pm
by Avik Roy
মুন যে কথাগুলা বললো সেগুলা অনেক বড় ইস্যু।

পত্রিকা করা যায়...তবে সেটা সার্কুলেশনের ব্যাপারটা আগে নিশ্চিত করতে হবে। সাথে ছাপানোর খরচটাও নিয়মিত যোগান দেওয়ার ব্যাপারটা নিশ্চিত করা যায়।

কন্টেন্ট পাওয়াটা অনেক কঠিন। এমনিতেও আমাদের দেশে এরকম লেখা লেখার মতো লোকের অভাব। যারা আছে তারাও সবসময় সময় দিতে পারে না নিজেদের ব্যস্ততার জন্য।

তবে একটা কাজ চাইলে তোমরা ইফেক্টিভলি করতে পারো। সেটা হলো একটা রানিং প্যারালাল স্কুল তৈরি করা। KMC কিংবা সৌমিত্রদার PMS কিন্তু বেশ সফল উদ্যোগ। একটু লেগে থেকে এটা শুরু করতে পারো। আরেকটা আইডিয়া হতে পারে- একটু ভেতরের দিকের স্কুলগুলোকে নিয়ে ওয়ার্কশপ করা। সাথে পোস্টাল ক্যাম্পিং জাতীয় ব্যাপার রাখতে পারো। তবে এগুলো ম্যানেজমেন্ট করে চালাতে অনেক উদ্যোগী হতে হবে।

Re: একটি প্রস্তাব এবং সকলের সহযোগিতা।

Posted: Sun Jan 22, 2012 6:14 pm
by nafistiham
সৌরভদা, যেহেতু, আপনি শুধু সুবিধাবঞ্চিতদের কথা বলছেন, সেক্ষেত্রে, বাংলাদেশে গনিত উৎসবের জন্যে প্রয়োজনীয় বিষয়ের পত্রিকা করাই যথেষ্ট হওয়ার কথা ।
গনিত অলিম্পিয়াডে যারা অংশগ্রহন করে তাদের মোটামুটি বড়সড় একটা নেটওয়ার্ক আছে । ফোরামই তার প্রমান । তাদের মধ্যে যারা যথেষ্ট অভিজ্ঞ অর্থাৎ আপনারা সবাই বা অধিকাংশ যদি চেষ্টা করে এবং উদ্যোগী হয় , তাহলে অন্তত ছাপানোর আগ পর্যন্ত কাজ করা বোধহয় খুব একটা কঠিন হবে না ।
তারপরে ফান্ড গঠনের চেষ্টা করতে হবে । দুই পৃষ্ঠার একটা পত্রিকা একশ কপি করতে তিনশ টাকার বেশি লাগবে না । যা , আমাদের বেশিরভাগের তিন মাসের হাত খরচের চেয়ে বেশি না । যদি কোন অঞ্চলের কয়েক জন উদ্যোগী প্রতিযোগী চেষ্টা করে তাহলে খুব একটা কঠিন না ।
এরপর আসে পৌঁছানর বিষয়টি । আমাদের হকাররা প্রায়ই আমাদের পত্রিকার সাথে বিজ্ঞাপনের কাগজ দিয়ে দেয় । আমাদের গনিত পত্রিকাটিও সেভাবে পৌঁছান যেতে পারে ।

যত সহজে টাইপ করে ফেললাম ব্যাপারটা তার চেয়ে অনেক অনেক কঠিন । কিন্তু যদি সাড়া পাওয়া যায়, তাহলে অসম্ভব নয় ।
(সৌরভদার উদ্যোগের জন্যে অনেক শুভকামনা । :) )

Re: একটি প্রস্তাব এবং সকলের সহযোগিতা।

Posted: Sun Jan 22, 2012 7:45 pm
by sourav das
আমার চিন্তা ভাবনা তিহাম ঠিক ধরতে পারসে। আমি ঠিক এরকমই ভাবসি। সবটাই আসলে মিলে গেসে।আমি আসলে কয়েক ধরনের সহযোগিতা চাই ।

১)এমন কিছু মানুষকে যারা সেখানে লেখালেখি করবে। আমি যে শুধু বড়দের কথা বলছি টা কিন্তু নয়, আসলে আমি চাই স্কুল কলেজ এর ছাত্ররাই লেখালেখির কাজটা নেক, কারণ এই সময় এসব কাজের জন্য একই সাথে সময় ও আগ্রহ থাকে। তাহলে আশাকরি content পেতে ঝামেলা হবে না।
তাই আসলে আমি চিন্তা করসিলাম, আমি যদি প্রত্যেক সংখ্যা শেষে নির্দিষ্ট কিছু content এর লেখা পাঠানোর কথা বলি তাহলেও এত সমস্যা হবার কথা না। তবে হে, এসব কাজ গুছানোর জন্য স্থায়ী কোন মানুষকে লাগবে।

২)এমন কিছু মানুষ যাদেরকে পত্রিকাটা ছাপানোর সম্পূর্ণ দায়িত্ব টা নেবে।

৩) আমরা যদি অন্তত প্রত্যেক জেলায় কিছু সাহায্যকারী প্রতিষ্ঠান বা স্বেচ্ছাসেবক দল (যেমন বন্ধুসভা) বা গণিত সংঘ বা এরকম কিছু পাই তাহলে আমার মনে হয় তিন মাসে এক বার পত্রিকা টা প্রচার করা এবং ফান্ড পাওয়া কোনটাই কঠিন হবার কথা না।

৪) আবার এমন যদি করা যায় পত্রিকা টা এমন সময় ছাপা যায় যে ওই সময় বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কিছু আগে, তাহলে আমরা যারা শহরে থাকি তারা নিজেরাই নিজ নিজ গ্রামে এটা দিতে পারি।

Re: একটি প্রস্তাব এবং সকলের সহযোগিতা।

Posted: Sun Jan 22, 2012 9:44 pm
by nafistiham
* একই সাথে এর জন্যে বড় ভাইয়াদের ও অনেক দরকার । আপনরা যাই লিখেন তা পড়া ও শেখার জন্যে অধিক উপযোগী করতে ।

* তবে সবার আগে দরকার, যারা এগিয়ে আসতে চায় তাদের সংঘবদ্ধ করা । এর জন্যে ফোরাম একটি ভাল জায়গা হতে পারে । আর সম্ভব না হলে ফেইসবুকে একটা সিক্রেট গ্রুপ খোলা যেতে পারে ।

Re: একটি প্রস্তাব এবং সকলের সহযোগিতা।

Posted: Sun Jan 22, 2012 10:00 pm
by sourav das
আমারও তাই মনে হয়। শুধু একটাই সমস্যা। আমার মুখবই (facebook :) ) অ্যাকাউন্ট নাই। আচ্ছা, এটার কি কেউ দায়িত্ব নিতে পারবা ? তাইলে আজকে থেকেই কাজ শুরু করে দিব।

Re: একটি প্রস্তাব এবং সকলের সহযোগিতা।

Posted: Sun Jan 22, 2012 10:33 pm
by nafistiham
ভাইয়া, একটা খুলে ফেল না :D

আমিই শুরু করে দিতাম (চরম excited) । কিন্তু, আমার তো প্রবেশিকা সামনে । তাই সমস্যা । :( :cry: