Page 1 of 1

আকাশ দেখবে ? (must read)

Posted: Wed Jan 30, 2013 11:35 pm
by Nadim Ul Abrar
ছোটবেলা থেকেই টেলিস্কোপ দিয়ে একবার আকাশের দিকে তাকানোর খুব শখ ছিল। কয়েক বছর আগে গণিত অলিম্পিয়াডে মাত্র কয়েক সেকেন্ডের জন্য শুক্র গ্রহ দেখতে পেরেছিলাম। তাই আমার ইচ্ছাটা অপূর্ণই থেকে গিয়েছিল। যারা আমার মত এরকম আকাশ দেখার ব্যাপারে আগ্রহী কিন্তু সুযোগ পাচ্ছেন না তাদের জন্য দারুন একটা খবর আছে। আগামিকাল মানে ৩১ জানুয়ারি শাফায়াত আজাদ ময়মনসিংহে টেলিস্কোপ দিয়ে আকাশ দেখানোর ব্যবস্থা করেছেন। দেখানো হবে- চাঁদের খাদ, বৃহস্পতির গ্যালিলিয়ান উপগ্রহ, শুক্র গ্রহের কলা, অরিয়ন নেবুলা, বাইনারি স্টারসহ অনেক কিছু। এটি সবার জন্যই উন্মুক্ত। এখানে আসলে আরও কিছু ভ্রান্ত ধারণা কেটে যাবে। যেমন- প্রায় সবারই ধারণা টেলিস্কোপ খুবই দামি জিনিস। কিন্তু এটা অনেকে জানে না যে সাড়ে আট হাজার টাকার মাঝে চমৎকার টেলিস্কোপ পাওয়া যায়।
টেলিস্কোপ বিক্রিও করা হবে।

সবাইকে আসতে অনুরোধ করছি। কারণ এরকম আরেকটা সুযোগ কখন পাওয়া যায় বলা মুশকিল। কাল হরতাল। নাহলে আমরা সবাই মিলে প্রচার করতে পারতাম। তাই সবাইকে অনুরোধ করছি এটা শেয়ার করতে।

... স্থান: BdOSN-এর আঞ্চলিক কার্যালয়ের ছাদ। সানকিপাড়া নয়নমণি মার্কেটের কাছেই লজিক পয়েন্ট নামে একটা দোকান আছে। এর
আশেপাশে খুঁজলেই পেয়ে যাবেন। আর না পেলেও সমস্যা নেই। আমাদের কাউকে ফোন দিলেই হবে।

সময়: রাত ৭:৩০-৮:০০
যোগাযোগের নাম্বার: ০১৯১১-৪৬৯২৭৪, ০১৬৮০-৩৩৫০২৯, ০১৭২০-১৮২৪৮৫, ০১৭১৫-২৯১২১৮

Courtesy:Phlemb­ac Adib Hasan