Page 1 of 2

চাঁদ আর মানুষ

Posted: Sat Sep 03, 2011 11:00 am
by Dipan
আমার একটা বন্ধু বিজ্ঞানের ছাত্র , বিশ্বাস করে না চাঁদে মানুষ গেছে । আমারে একবার একটা কাগজ দেখাইয়া বলল ওইটাতে নাকি লেখা আছে মানুষ চাঁদে যাই নাই । আমি কাগজ টা একদিনের জন্য বাসাই আনলাম । কাগজ টা পইড়া এর মধ্য থাইকা কিছু ভুল বাইর কইরা পরদিন অরে বললাম । কিন্তু অর একটা প্রশ্নের উত্তর আমি দিতে পারি নাই । প্রশ্নটা হইলো , চাঁদে তো বাতাস নাই । কিন্তু চন্দ্র বিজয়ের যে ভিডিও আছে সেখানে দেখলাম যে পতাকা উরতেছে । এইটা কেমনে ??

কারো জানা থাকলে ব্যাপারটা জানাবেন দয়া করে । আমার বন্ধুটারে এক হাত দেখে নিতে হবে ।

Re: চাঁদ আর মানুষ

Posted: Sat Sep 03, 2011 12:14 pm
by *Mahi*
সেই পতাকাটায় একটা টিউব লাগানো ছিল, আমি যতদূর জানি...

Re: চাঁদ আর মানুষ

Posted: Sat Sep 03, 2011 10:42 pm
by Dipan
টিউব মানে ??

Re: চাঁদ আর মানুষ

Posted: Sat Sep 03, 2011 11:24 pm
by ibrahim
পতাকা যাতে উড়তেসে দেখায় তাই তার ডানপাশে উপরে রশি দিয়ে বেঁধে টানা দিয়ে রেখেছিলো।

বুঝলাম না, আপনার বন্ধু জানলো কী করে যে চাঁদে বাতাস নেই? যাদের কথায় বিশ্বাস করে বাতাস নেই, তাদের কথায় বিশ্বাস করে না যে মানুষ গিয়েছিল। বেশ......

Re: চাঁদ আর মানুষ

Posted: Sun Sep 04, 2011 11:15 pm
by Dipan
চাঁদে তো বাতাস নাই । কারণ , চাঁদের নিজস্ব বায়ুমণ্ডল নাই ।

Re: চাঁদ আর মানুষ

Posted: Mon Sep 05, 2011 12:15 pm
by Abdul Muntakim Rafi
আমাদের পৃথিবীতে পতাকা কোন জায়গায় পুঁতা হলে সেইটা প্রথমে নড়ে,এরপর বাতাসের বাঁধার কারনে এর নড়া বন্ধ হইয়া যায়। চাঁদে যখন পতাকা রাখা হইল তখন কম্পঞ্জনিত কারনে এইটা নড়ছে। আর বাতাস না থাকার কারনে এই কম্পন সহজে বন্ধ হয় নাই। তাই ভিডিও করার সময় দেখা গেছে পতাকা নরতেছে। :D

Re: চাঁদ আর মানুষ

Posted: Tue Sep 06, 2011 7:34 am
by Dipan
কোন জায়গায় পতাকা পুঁতা হলে পতাকার খুঁটিটা নড়ে নাকি পতাকার কাপড়টা নড়ে ?

Re: চাঁদ আর মানুষ

Posted: Tue Sep 06, 2011 11:38 am
by Abdul Muntakim Rafi
অবশ্যই পতাকার খুঁটি নড়বে। কিন্তু এই কম্পনের কারনে ত পতাকায় কম্পন হবে।

Re: চাঁদ আর মানুষ

Posted: Tue Sep 06, 2011 2:43 pm
by *Mahi*
গ্র্যাভিটির কারণেও তো পতাকার নড়া বন্ধ হয়ে যাবে ...

Re: চাঁদ আর মানুষ

Posted: Tue Sep 06, 2011 6:09 pm
by Dipan
@Rafi...বুজতে পারলাম । ধন্যবাদ ।

@Mahi...চাঁদের ক্ষেত্রে Gravity এর মান কম । তাই পতাকা নড়া বন্ধ হইতে সময় লাগবে ।আর তুমি কিন্তু বললা না টিউব কি ?