জেনার ক্রিয়া

Discuss Physics and Physics Olympiad related problems here
Dipan
Posts:158
Joined:Wed Dec 08, 2010 5:36 pm
জেনার ক্রিয়া

Unread post by Dipan » Tue Sep 06, 2011 7:55 am

HSC এর বইতে আছে p-n জংশন ডায়োড এর বিমুখী ঝোঁকের ক্ষেত্রে বিভব পার্থক্য বাড়াতে থাকলে প্রবাহের মান সামান্য বৃদ্ধি পায় । কিন্তু বিভব পার্থক্যের একটা নির্দিষ্ট মানের জন্য প্রবাহমাত্রা হঠাৎ করে বেড়ে যায় ।একে জেনার ক্রিয়া বলে । কিন্তু এটা কি জন্য হয় তা বলা হয় নাই :!: । কারো জানা থাকলে জানাবেন দয়া করে ।

tanvirab
Posts:446
Joined:Tue Dec 07, 2010 2:08 am
Location:Pasadena, California, U.S.A.

Re: জেনার ক্রিয়া

Unread post by tanvirab » Tue Sep 06, 2011 11:58 pm

জোনার ক্রিয়া ইংরেজিতে কিভাবে লেখে?

এই ধরণের প্রক্রিয়া সাধারণত হয় phase shift এর কারণে। (যেমন একটা কঠিন পদার্থ নির্দিষ্ট তাপমাত্রায় তরল হইয়া যায়) Phase Shift কেন হয় সেইটা ঐ বিশেষ সিস্টেমের ভিতরে যাইয়া দেখতে হবে। সাধারণত কোয়ান্টম মেকানিকস দিয়া ব্যাখ্যা করা যায়। তবে অনেক ক্ষেত্রে কোনো তাত্ত্বিক ব্যাখ্যা পাওয়া যায় না, সেইগুলা বাস্তবে দেখা যায় যে হইতেসে, কিন্তু তত্ত্বের দুর্বলতার কারণে ব্যাখ্যা করা যায় না। (যেমন, কঠিনকে তরল করার ব্যাপারটা কেন হয় সেইটা কোয়ান্টাম মেকানিকসের আগে ব্যাখ্যা করা যাইত না)

Dipan
Posts:158
Joined:Wed Dec 08, 2010 5:36 pm

Re: জেনার ক্রিয়া

Unread post by Dipan » Wed Sep 07, 2011 9:17 am

জেনার ক্রিয়া ইংরেজিতে লিখে Zener Effect .
তানভীর ভাই আমি ৩ টা বই এ খুঁজছি (NCTB কর্তৃক অনুমোদিত )। কিন্তু কোথাও পাই নাই । যদি পারেন একটু জানাবেন ।

tanvirab
Posts:446
Joined:Tue Dec 07, 2010 2:08 am
Location:Pasadena, California, U.S.A.

Re: জেনার ক্রিয়া

Unread post by tanvirab » Wed Sep 07, 2011 9:31 am

আপাত দৃষ্টিতে মনে হইতেসে, বিভব পার্থক্য একটা নির্দিষ্টা মাত্রায় যাওয়ার পরে সেইখানে তড়িৎ ক্ষেত্রটা এত শক্তিশালী হইয়া যায় যে অনুর মধ্যে পরমাণুগুলা বন্ধনমুক্ত হইয়া যায়। যেহেতু পরমাণুর বন্ধন একটা তড়িৎচুম্বকীয় বল, নির্দিষ্ট পরিমাণ তড়িৎ শক্তি প্রয়োগ করলে বন্ধনটা ভাঙা যাবে, এইখানে সেইটাই হইতেসে। ঠিক কি প্রক্রিয়ায় এইটা হইতেসে তা বুঝার ক্ষমতা আমার নাই, সলিড স্টেট পড়সে এমন কাউকে জিজ্ঞাসা করতে হবে।

@নাফিজ : সলিড স্টেট পড়সো নাকি?

Dipan
Posts:158
Joined:Wed Dec 08, 2010 5:36 pm

Re: জেনার ক্রিয়া

Unread post by Dipan » Wed Sep 07, 2011 10:21 pm

পরমাণু গুলোর বন্ধন মুক্ত হওয়ার সাথে প্রবাহ বাড়ার সম্পর্ক কি ?

tanvirab
Posts:446
Joined:Tue Dec 07, 2010 2:08 am
Location:Pasadena, California, U.S.A.

Re: জেনার ক্রিয়া

Unread post by tanvirab » Wed Sep 07, 2011 11:35 pm

বন্ধন ভাঙলে পরমাণুগুলা আধানবিশিষ্ট থাকে। সেই বাড়তি আধানগুলা বেশি বিদ্যুত প্রবাহ করে।

Dipan
Posts:158
Joined:Wed Dec 08, 2010 5:36 pm

Re: জেনার ক্রিয়া

Unread post by Dipan » Thu Sep 08, 2011 10:43 pm

ধন্যবাদ । :D

Post Reply