কিন্তু অনেকেরই এখন পরীক্ষা চলছে। তাই সবচেয়ে ভালো হত যদি
শুক্রবারে Exam টা হত। যদি time & date fixed হয়ে যায় তাহলে দরকার নাই। তাছাড়া প্রতিটা অধ্যায়ের প্রতিটা সমস্যা অন্তত একবার করে চেষ্টা করলেও কিন্তু অনেক সময় লাগে (যেখানে আমি এখনো chapter-1.5 পড়াই শুরু করতে পারিনি

)। যদিও ক্যাম্পের অন্য সবার চেয়ে আমি অনেক পিছিয়ে আছি আমি বলছি না যে আমার জন্য ক্যাম্প বর্ধিত হোক কিন্তু শুক্রবারে Exam টা হলে আমরা অনেকটা সময় পেতাম সমস্যাগুলো try করার জন্য
আর তানভির ভাইয়া একটা অতি জরুরি কথা :
"অনেক সমস্যাই আমরা আলোচনা করে সমাধান করেছি। কিন্তু কিছু সমস্যা আছে যেগুলো অনেক কঠিন এবং আমি সমাধান করতে একদমই পারিনি। সেগুলোর ক্ষেত্রে কি EXAM এর আগের দিন solution দেখে এবং সেটা নিয়ে সবার সাথে forum এ আলোচনা করা যাবে। যদি হয় তাহলে ভালো হয় কারন কিছু কিছু সমস্যা মারাত্মক!! কঠিন। একদমই সমাধান করতে পারি নাই, "