হিগস বোসন

Discuss Physics and Physics Olympiad related problems here
Dipan
Posts:158
Joined:Wed Dec 08, 2010 5:36 pm
হিগস বোসন

Unread post by Dipan » Fri Dec 16, 2011 10:44 pm

হিগস বোসন দিয়ে মৌলিক কণিকার ভর ব্যাখ্যা করা যায় । ব্যাপারটা ঠিক বুজতেছি না । মৌলিক কণিকাসমূহের তো নিজস্ব ভর আছেই ।

tanvirab
Posts:446
Joined:Tue Dec 07, 2010 2:08 am
Location:Pasadena, California, U.S.A.

Re: হিগস বোসন

Unread post by tanvirab » Sat Dec 17, 2011 2:32 am

এইটা অত্যান্ত জটিল ব্যাপার, আমি নিজেও বুঝি না। সাধারণত পি.এইচ.ডি. পর্যায়ের আগে এইসব বিষয় পড়ানো হয় না।

যতুটুক জানি তা হইল, স্বাভাবিক অবস্থায় সব কণাই ভরহীন। কিন্তু মহাবিশ্বের শুরুর দিকে symmetry breaking নামে একটা প্রক্রিয়ায় ভর তৈরি হয় আর এই symmetry breaking এর সাথে সংশ্লিষ্ট হইল হিগস বোসন।

ধর, একটা কলমকে খাঁড়া টেবিলের উপর রাখা হইল, এখন কলমটা কোনো একদিকে পড়বে। কিন্তু বাইরে থাইকা বল প্রয়োগ না করলে কলমটা ৩৬০ ডিগ্রির মধ্যে যেকোনো কোণে পড়তে পারে। সুতরাং এইখানে একটা symmetry আছে; কলমটার কাছে সবদিকই সমান। কিন্তু কলমটা যখন পড়বে তখন সবদিকেতো আর পড়া সম্ভব না, যেকোনো একটা নির্দিষ্ট কোণে পড়তে হবে। এই নির্দিষ্ট দিকে পড়াটা হইল symmetry breaking.

তাড়িৎচুম্বকীয়+দুর্বল বলের তত্ত্বে এইরকম চারটা সিমেট্রি আছে। এর মধ্যে তিনটার ক্ষেত্রে symmetry breaking হয়। চতুর্থটা হইল হিগস বোসন। প্রথম তিনটা তখন এই হিগস বোসনের সাথে বিক্রিয়া হয়, এবং এই বিক্রিয়ার ফলে তাদের ভর সৃষ্টি হয়। এই চারটা ছাড়া অন্যান্য যেইসব কণা আছে সেইগুলার ভর কিভাবে হয় সেই আরও জটিল, তবে বিজ্ঞানীদের ধারণা হিগসের সাথে বিক্রিয়ার মাধ্যমেই হয়।

samiul_samin
Posts:1007
Joined:Sat Dec 09, 2017 1:32 pm

Re: হিগস বোসন

Unread post by samiul_samin » Mon Feb 04, 2019 10:03 pm

Dipan wrote:
Fri Dec 16, 2011 10:44 pm
হিগস বোসন দিয়ে মৌলিক কণিকার ভর ব্যাখ্যা করা যায় । ব্যাপারটা ঠিক বুজতেছি না । মৌলিক কণিকাসমূহের তো নিজস্ব ভর আছেই ।
Higgs boson particle is placed in higgs field.It tranfers mass from itself to other particles.We cannot explain any mass of other particle without this very particle.

Post Reply