আগামীকাল ১২ ফেব্রুয়ারি জাতীয় গণিত উত্সব শুরু

Math Final Logo

 

আগামীকাল ১২ ফেব্রুয়ারি ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় গণিত উত্সব ২০১৬ ও চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। ডাচ&-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি উত্সবের আয়োজন করেছে। সকাল নয়টায় উত্সবের উদ্বোধন করবেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশনস। চলতি বছরের জুলাই মাসে হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে এ বছর সারাদেশের ২৪টি জেলা শহরে আঞ্চলিক গণিত উত্সব অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক উত্সবের ১৩৫০ জন বিজয়ী অংশ নেবে জাতীয় উত্সবে।

বিজয়ীদরে সার্টিফিকেট ও লাল রঙের টি শার্ট পরে আগামীকাল সকাল সাড়ে আটটায় সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, আসাদ এভিনিউ, মোহাম্মদপুর ঢাকায় উপস্থতি থাকার জন্য আয়োজকদরে পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। দুইদিনব্যাপি উত্সবে উপস্থিত হন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চেৌধুরী, সহসভাপতি ড. মুনিবুর রহমান চেৌধুরী, সদস্য অধ্যাপক ড. সুব্রত মজুমদার, সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক আনোয়ার হোসেন, বরেণ্য গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান, অধ্যাপক লুত্ফুজ্জামান, বুয়েটের অধ্যাপক আবদুল হাকিম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, বিজ্ঞানী রেজাউর রহমান, জ্যোতির্বিদ এফ আর সরকার, ডাচ&-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, উপ ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, মনোরোগ চিকিত্সক মোহিত কামাল, বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদার ও গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানসহ দেশবরেণ্য গণিতবিদ, বিজ্ঞানী ও গবেষকরা। দুইদিনের উত্সবে গণিত অলিম্পিয়াড ছাড়াও থাকবে সিসিমপুর, ওয়াটার রকেট উত্ক্ষেপন, সাইকেল স্টান্ট, রুবিকস কিউব ও সুডোকু প্রতিযোগিতা, গণতিরে পট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বইমেলাসহ নানা আয়োজন। এছাড়াও থাকবে ২০১৫ সালের সেরা গণিত ক্লাব ও আজীবন সম্মাননা প্রদান।

গণিত অলিম্পয়াড ছাড়া উত্সবের সকল পর্ব সবার জন্য উন্মুক্ত।

আগামীকাল ১২ ফেব্রুয়ারি জাতীয় গণিত উত্সব শুরু

Math Final Logo

 

আগামীকাল ১২ ফেব্রুয়ারি ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হচ্ছে দুই দিনব্যাপী জাতীয় গণিত উত্সব ২০১৬ ও চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। ডাচ&-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি উত্সবের আয়োজন করেছে। সকাল নয়টায় উত্সবের উদ্বোধন করবেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশনস। চলতি বছরের জুলাই মাসে হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে এ বছর সারাদেশের ২৪টি জেলা শহরে আঞ্চলিক গণিত উত্সব অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক উত্সবের ১৩৫০ জন বিজয়ী অংশ নেবে জাতীয় উত্সবে।

বিজয়ীদরে সার্টিফিকেট ও লাল রঙের টি শার্ট পরে আগামীকাল সকাল সাড়ে আটটায় সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, আসাদ এভিনিউ, মোহাম্মদপুর ঢাকায় উপস্থতি থাকার জন্য আয়োজকদরে পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। দুইদিনব্যাপি উত্সবে উপস্থিত হন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চেৌধুরী, সহসভাপতি ড. মুনিবুর রহমান চেৌধুরী, সদস্য অধ্যাপক ড. সুব্রত মজুমদার, সদস্য অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক আনোয়ার হোসেন, বরেণ্য গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান, অধ্যাপক লুত্ফুজ্জামান, বুয়েটের অধ্যাপক আবদুল হাকিম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, বিজ্ঞানী রেজাউর রহমান, জ্যোতির্বিদ এফ আর সরকার, ডাচ&-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, উপ ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসান, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, কিশোর আলোর সম্পাদক আনিসুল হক, মনোরোগ চিকিত্সক মোহিত কামাল, বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদার ও গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসানসহ দেশবরেণ্য গণিতবিদ, বিজ্ঞানী ও গবেষকরা। দুইদিনের উত্সবে গণিত অলিম্পিয়াড ছাড়াও থাকবে সিসিমপুর, ওয়াটার রকেট উত্ক্ষেপন, সাইকেল স্টান্ট, রুবিকস কিউব ও সুডোকু প্রতিযোগিতা, গণতিরে পট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বইমেলাসহ নানা আয়োজন। এছাড়াও থাকবে ২০১৫ সালের সেরা গণিত ক্লাব ও আজীবন সম্মাননা প্রদান।

গণিত অলিম্পয়াড ছাড়া উত্সবের সকল পর্ব সবার জন্য উন্মুক্ত।


Written by:
Published at: Wed, Feb 10, 2016 10:13 PM
Category : News
Share with others