image description

গণিত অলিম্পিয়াড নিয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তরসমূহ

Frequently Asked Questions about Math Olympiad (FAQ)

সাধারণ তথ্য

 বাংলাদেশ গণিত অলিম্পিয়াড বা গণিত উৎসব কী?
বাংলাদেশের শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ বৃদ্ধি এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য বাংলাদেশকে প্রতিনিধিকারী দল নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপী গণিত অলিম্পিয়াড আয়োজন করা হয়।
 বাংলাদেশ গণিত উৎসব আয়োজন করে কারা?
বাংলাদেশে ‘গণিত উৎসবে’র আয়োজক বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। পৃষ্ঠপোষক: ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসি এবং ব্যবস্থাপনায়: প্রথম আলো।
 গণিত অলিম্পিয়াড কয়টি ক্যাটাগরিতে হয়?
চারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।
ক) প্রাইমারি: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫।
খ) জুনিয়র: ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮।
গ) সেকেন্ডারি: নবম, দশম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং ও–লেভেল এবং ও–লেভেল পরীক্ষার্থী।
ঘ) হায়ার সেকেন্ডারি: একাদশ, দ্বাদশ শ্রেণি ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এবং এ–লেভেল এবং এ-লেভেল পরীক্ষার্থী।
 আমি কোন ক্যাটাগরিতে নিবন্ধন করবো?
• ২০২৫ সালের ডিসেম্বর মাসে তোমরা যে ক্লাসের শিক্ষার্থী, নিবন্ধনের সময় সেই ক্লাস উল্লেখ করে নিবন্ধন করতে হবে।
• যারা ২০২৫ সালে এসএসসি (SSC) দিয়েছ, তারা ‘হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি’তে রেজিস্ট্রেশন করবে।
• যারা ২০২৫ সালে এইচএসসি (HSC) দিয়েছ, তারা রেজিস্ট্রেশন করতে পারবে না।
 গণিত অলিম্পিয়াড কয়টি ধাপে অনুষ্ঠিত হবে?
২০২৬ সালের গণিত অলিম্পিয়াড ৩টি ধাপে অনুষ্ঠিত হবে।
•  অনলাইন বাছাই অলিম্পিয়াড : অনলাইনে নিবন্ধনকৃত সব শিক্ষার্থী অনলাইনে অনুষ্ঠেয় বাছাই অলিম্পিয়াডে অংশ নেবে। নিবন্ধন ছাড়া কোনো শিক্ষার্থী অনলাইন বাছাই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে না।
•  আঞ্চলিক পর্ব : অনলাইন বাছাই অলিম্পিয়াডের বিজয়ী শিক্ষার্থীরা তাদের জন্য নির্ধারিত আঞ্চলিক ভেন্যুতে পরীক্ষায় অংশ নেবে। অনলাইন বিজয়ী শিক্ষার্থী ছাড়া কেউ আঞ্চলিক পর্বের পরীক্ষায় অংশ নিতে পারবে না।
•  জাতীয় গণিত অলিম্পিয়াড : শুধুমাত্র আঞ্চলিক পর্বের বিজয়ীদের নিয়ে জাতীয় গণিত অলিম্পিয়াড আয়োজন করা হবে। আঞ্চলিক পর্ব থেকে নির্বাচিতরাই কেবল জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশ নিতে পারবে।
 আঞ্চলিক পর্বে কে কোন অঞ্চলে অংশগ্রহণ করবে সেটা কিভাবে জানবো?
আঞ্চলিক পর্বে কে কোন অঞ্চলে অংশগ্রহণ করবে সে তথ্য় গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট ( matholympiad.org.bd ), অফিশিয়াল ফেসবুক পেজ ( facebook.com/BdMOC ), ফেসবুক গ্রুপে ( facebook.com/groups/BdMOC ) পাওয়া যাবে। এছাড়াও প্রথম আলো পত্রিকা ও অনলাইন নিউজে এই তথ্য পাওয়া যাবে।
 গণিত উৎসব ক‌বে অনুষ্ঠিত হবে?
গণিত উৎসবের তা‌রিখ ঘোষণা করা হ‌লে গণিত অ‌লি‌ম্পিয়া‌ডের ও‌য়েব সাই‌টে ( matholympiad.org.bd ), অ‌ফি‌সিয়াল ফেসবুক পেজ ( facebook.com/BdMOC ), ফেসবুক গ্রুপে ( facebook.com/groups/BdMOC ) তথ্য পাওয়া যাবে। এছাড়াও প্রথম আলো পত্রিকা ও অনলাইন নিউজে এই তথ্য পাওয়া যাবে।

অনলাইন নিবন্ধন ও অনলাইন বাছাই পর্ব নিয়ে যত প্রশ্ন ও উত্তর

 গণিত অলিম্পিয়াডের নিবন্ধন করব কীভাবে?
অনলাইন গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়ার জন্য https://online.matholympiad.org.bd ঠিকানায় গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
 কীভাবে নিবন্ধন করব?
https://online.matholympiad.org.bd সাইটে গিয়ে অনলাইন গণিত অলিম্পিয়াডের নিবন্ধনের জন্য ‘নিবন্ধন’ বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিবন্ধনসংক্রান্ত দিকনির্দেশনা আসবে।
• পূর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অ্যাকাউন্টে লগইন করে, নিজ নিজ তথ্য হালনাগাদ করে ২০২৬ সালের নিবন্ধন সম্পন্ন করতে পারবে। নিবন্ধন করার জন্য ‘পূর্বে অংশগ্রহণকারী’ বাটনে ক্লিক করতে হবে।
• প্রথমবারের মতো অনলাইন গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করার জন্য ‘প্রথমবার অংশগ্রহণকারী’ বাটনে ক্লিক করতে হবে।
• নিবন্ধন ফরম সাবমিট করা হলে ফরমে উল্লিখিত ই–মেইলে নিবন্ধনের ইউজারনেম ও পাসওয়ার্ডসহ বিস্তারিত তথ্য পাঠানো হবে।
• নিবন্ধনসংক্রান্ত কোনো সাহায্যের জন্য FAQ পেজ দেখুন। আরও কোনো ধরনের সাহায্যের জন্য আমাদের support @matholympiad.org.bd ঠিকানায় ই–মেইল করতে হবে।
• নিবন্ধনের নির্ধারিত সময় শেষ হয়ে গেলে নিবন্ধন করা যাবে না।
 আমি পূর্বে গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছি। এখন কি আমার নতুন করে নিবন্ধন করতে হবে?
• গণিত উৎসব ২০২৬-এ অংশগ্রহণ করার জন্য প্রত্যেককেই নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করতে হবে। পূর্ববর্তী বছরগুলোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্যও নিবন্ধন করা বাধ্যতামূলক।
• পূর্বে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অ্যাকাউন্টে লগইন করে, নিজ নিজ তথ্য হালনাগাদ করে ২০২৬ সালের নিবন্ধন সম্পন্ন করতে হবে। সে জন্য নিবন্ধন পাতায় গিয়ে ‘পূর্বে অংশগ্রহণকারী’ বাটনে ক্লিক করতে হবে।
 নিবন্ধনের জন্য কী ডিভাইস লাগবে?
ইন্টারনেট-সংবলিত একটি ডিজিটাল ডিভাইস দিয়ে গণিত অলিম্পিয়াডের নিবন্ধন করা যাবে, যেখানে ওয়েব ব্রাউজ করার ব্যবস্থা আছে। যেমন স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার।
 নিবন্ধন কত তারিখ পর্যন্ত?
৮ ডিসেম্বর ২০২৫ । অনলাইন নিবন্ধন লিংক: https://online.matholympiad.org.bd
 কেমন মেগাবাইট ইন্টারনেট খরচ হবে?
৩০ মেগাবাইটের মতো লাগতে পারে। তবে একটু বেশি ইন্টারনেটের প্যাকেজ নিয়ে প্রস্তুতি রাখা ভালো।
 ই–মেইল এবং ফোন নম্বর কি আবশ্যক?
নিবন্ধন করার জন্য ই–মেইল এবং ফোন নম্বর আবশ্যক; যদিও একই ই–মেইল ও মুঠোফোন নম্বর ব্যবহার করে একাধিক শিক্ষার্থী নিবন্ধন করতে পারবে।
 নিবন্ধন নম্বর কীভাবে পাবো?
অনলাইনে নিবন্ধন সম্পন্ন হওয়ার পর তোমাকে একটি ই–মেইল পাঠানো হবে। সেই ই–মেইলে তোমার ইউজারনেম ও পাসওয়ার্ড উল্লেখ থাকবে। ই–মেইলে উল্লেখ থাকা ইউজারনেমটি তোমার নিবন্ধন নম্বর। এগুলো ব্যবহার করে তোমাকে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ভেন্যুতে অংশগ্রহণ করতে হবে।
 নিবন্ধন সংক্রান্ত কোনো সমস্যা হলে কী করব?
নিবন্ধন সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য গণিত অলিম্পিয়াডের ফেসবুক গ্রুপ ( https://facebook.com/groups/BdMOC ) অথবা এই ঠিকানায় support @matholympiad.org.bd ইমেইলের মাধ্যমে যোগাযোগ করা যাবে।
এছাড়াও বিশেষ প্রয়োজনে সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে সরাসরি অথবা হোয়াটস্অ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যাবে ০১৩২০৪১১১৪১ নম্বরে।
 এ বছর কি অনলাইন বাছাই হবে?
জ্বি, এবার অনলাইন বাছাই অলিম্পিয়াড পর্ব অনুষ্ঠিত হবে। বাছাই পর্বের বিজয়ী শিক্ষার্থীরা তাদের জন্য নির্ধারিত আঞ্চলিক অলিম্পিয়াডে অংশ নেবে। আঞ্চলিক অলিম্পিয়াডের তারিখ ও ভেন্যু বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং গণিত অলিম্পিয়াডের ওয়েব সাইটে matholympiad.org.bd জানানো হবে। এছাড়াও প্রথম আলো পত্রিকা ও অনলাইন নিউজে এই তথ্য পাওয়া যাবে।
 অনলাইন বাছাই অলিম্পিয়াড চলাকালে কি লগইন করা যাবে?
অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড চলাকালে লগইন করা যাবে। তবে পরীক্ষা শুরুর কিছুক্ষন আগে থেকে লগইন করা উচিত।
 অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডে অংশ না দিলে কী হবে?
অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ না করলে পরবর্তী ধাপে অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকবে না, কেননা অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড থেকে নির্বাচিত শিক্ষার্থীরা পরবর্তী পর্বে অংশগ্রহণ করার সুযোগ পাবে।
 ফলাফল কোথায় পাব?
গণিত অলিম্পিয়াডের ফলাফল প্রকাশ করা হবে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে (online.matholympiad.org.bd)।
 অনলাইন বাছাই অলিম্পিয়াডে বিজয়ী হলে কোন আঞ্চলিক পর্বে অংশ নেব?
অনলাইন বাছাই অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থীরা কে কোন অঞ্চলে অংশগ্রহণ করবে তা ই–মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে এবং শিক্ষার্থীদের পাঠানো এডমিট কার্ডে থাকবে।
 অনলাইনে নিবন্ধন না করলে কী হবে?
নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধন না করলে পরবর্তী ধাপে অংশগ্রহণ করার কোনো সুযোগ থাকবে না।
 অনলাইন বাছাই এবং আঞ্চলিক অলিম্পিয়াডে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই কি প্রশ্ন থাকবে?
প্রশ্ন বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই থাকবে।

গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি নিয়ে যত প্রশ্ন এবং উত্তর

 গণিত অলিম্পিয়াডের প্রশ্নের সিলেবাস কী, কোথা থেকে আসে?
গণিত অলিম্পিয়াডের বাঁধাধরা কোনো সিলেবাস নেই। বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কী ধরনের সমস্যার সমাধান জানা উচিত, তা মাথায় রেখে প্রশ্ন করা হয়। বিগত বছরের প্রশ্ন দেখলে সিলেবাস নিয়ে ভালো ধারণা হবে। সমস্যাগুলোকে মূলত কয়েকটি ভাগে ভাগ করা যায়: জ্যামিতি (Geometry), বীজগণিত (Algebra), সংখ্যাতত্ত্ব (Number Theory), গণনাতত্ত্ব (Combinatorics) ।
 নমুনা প্রশ্ন কোথায় পাব?
বিগত বছরের প্রশ্ন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়াবসাইটে দেওয়া আছে। সেসব প্রশ্নকে নমুনা হিসেবে নেওয়া যেতে পারে। matholympiad.org.bd/resources/all-questions এবং matholympiad.org.bd/bdmo-questions লিংক থেকে প্রশ্নগুলো দেখা ও ডাউনলোড করা যাবে।
 কীভাবে প্রস্তুতি নিতে পারি?
গণিত উৎসবে ভালো ফলাফলের জন্য সবার আগে নিজ শ্রেণির গণিত বইয়ের ওপর ভালো দখল থাকা প্রয়োজন। নিজ বইয়ের ওপর দখল আনার পাশাপাশি বিগত বছরের সমস্যা সমাধান করে গণিত উৎসবের সমস্যার সঙ্গে পরিচিত হওয়াও গুরুত্বপূর্ণ। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে প্রস্তুতি নিয়ে আরও বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
 গণিত অলিম্পিয়াডকে উদ্দেশ্য করে লেখা বই কোথায় পাব?
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে বইয়ের তালিকা দেওয়া আছে। লিংক: matholympiad.org.bd/resources/math-related-books-list
 বিগত বছরের প্রশ্ন দেখে আসলে কি কমন পাব?
গণিত উৎসবে প্রতি বছর নতুন সমস্যা দেওয়ার চেষ্টা করা হয়, সে জন্য বিগত বছরের সমস্যা থেকে কমন আসার সম্ভাবনা নেই বললেই চলে। তবে এ থেকে প্রশ্নের ধারণা পাওয়া যাবে।
 ক্যাম্পে কীভাবে অংশ নিতে পারি?
মূলত জাতীয় উৎসবের সেরা ফলাফল অর্জনকারীদের নিয়ে জাতীয় গণিত ক্যাম্প করা হয়। এই ক্যাম্প ছাড়াও বিভিন্ন সময় আবাসিক–অনাবাসিক ক্যাম্প হয়। বাছাই বা আঞ্চলিক অলিম্পিয়াডের ভালো ফলাফলকারীদের এই ক্যাম্পে আমন্ত্রণ জানানো হয়। নির্বাচিতদের বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির মাধ্যমে ফোন, ইমেইলের মাধ্যমে জানানো হয়।
 সব সময় আপডেট কোথায় পাব?
উৎসব সংক্রান্ত সব ধরনের তথ্যের জন্য আমাদের ফেসবুক পেজ ( facebook.com/BdMOC ), ফেসবুক গ্রুপ ( facebook.com/groups/BdMOC ) এবং আমাদের ওয়েবসাইট ( matholympiad.org.bd ) দেখতে পারো। এছাড়াও গণিত অলিম্পিয়াডের বিভিন্ন পর্বের তথ্য নিবন্ধনের সময় ব্যবহার করা ইমেইলে পাঠিয়ে দেওয়া হবে।
আমরা সকল ইমেইল support@matholympiad.org.bd ঠিকানা থেকে পাঠিয়ে থাকি, ইমেইল অ্যাকাউন্টের কন্টাক্ট হিসেবে এই ঠিকানাটি সংরক্ষন করে রাখতে পারো।

অংশগ্রহণের জন্য বিনামূল্যে নিবন্ধন করুন