গণিত উৎসব ২০২৪ অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডের ফলাফল প্রকাশিত

গণিত উৎসব ২০২৪ অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডের ফলাফল প্রকাশিত হয়েছে। https://online.matholympiad.org.bd লিংক থেকে ফলাফল দেখা যাবে।

নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে অথবা ৬ সংখ্যার ইউজারনেম অনুসন্ধান করে ফলাফল জানা যাবে।

গণিত উৎসব ২০২৪ অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডের ফলাফল প্রকাশিত

গণিত উৎসব ২০২৪ অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াডের ফলাফল প্রকাশিত হয়েছে। https://online.matholympiad.org.bd লিংক থেকে ফলাফল দেখা যাবে।

নিজ নিজ অ্যাকাউন্টে লগইন করে অথবা ৬ সংখ্যার ইউজারনেম অনুসন্ধান করে ফলাফল জানা যাবে।

অনলাইন বাছাই পর্ব থেকে নির্বাচিত শিক্ষার্থীরাই কেবলমাত্র আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে। এই বছর ৩০টি আঞ্চলিক অলিম্পিয়ারের আয়োজন করা হবে।

বাছাইপর্বের বিজয়ী শিক্ষার্থীদের ই-মেইল করে প্রবেশপত্র পাঠানো হবে। প্রবেশপত্রে উৎসবের তারিখ, সময় ও ভেন্যু দেওয়া আছে। প্রবেশপত্রটি প্রিন্ট করে পরীক্ষার হলে সঙ্গে নিয়ে আসতে হবে।

এ ছাড়া শিক্ষার্থীকে নিজ নিজ প্রতিষ্ঠানের (২০২২/২৩ সালের) আইডি কার্ড বা বেতনের রসিদ অথবা রেজাল্ট কার্ডের যেকোনো একটি প্রমাণপত্র নিয়ে আসতে হবে। উৎসব প্রাঙ্গণে শিক্ষার্থীদের সকাল সাড়ে আটটায় পৌঁছাতে হবে এবং পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।

পরীক্ষার সময় মুঠোফোন ও ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষার হলে কলম ও পেনসিল সঙ্গে নিয়ে আসতে হবে।


Written by:
Published at: Sat, Jan 20, 2024 7:45 AM
Category : BdMO 2023
Share with others