Blog

Latest articles

Explore our latest blog post where we share articles, news, insights, and more!

আড্ডায় সেরাদের সেরারা

জাতীয় পর্যায়ের গণিত উৎসবের মতো বিশাল মহাযজ্ঞ যদি পুরোপুরি অনলাইনে আয়োজন করা যায়; ভার্চ্যুয়াল দুনিয়ায় একটা ছোটখাটো আড্ডা তো আমরা আয়োজন করতেই পারি। ৫ মে গুগল মিটে আমাদের সঙ্গে যুক্ত হলো এ বছর জাতীয় গণিত অলিম্পিয়াডে ‘সেরাদের সেরা’ খেতাব পাওয়া চার শিক্ষার্থী—প্রাইমারি বিভাগে ঢাকার ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী আবির নোমান, জুনিয়র বিভাগে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী জুনাইদ রাফি, সেকেন্ডারি বিভাগে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এস এম এ নাহিয়ান এবং হায়ার সেকেন্ডারি বিভাগে ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী তাহজিব হোসাইন খান।

জাতীয় গণিত অলিম্পিয়াডে বিজয়ী ৮৯ শিক্ষার্থী

এবারের জাতীয় আসরে দিনভর ছিল না কোনো আয়োজন। ছিল না গণিত নিয়ে শিক্ষার্থীদের হইহুল্লোড়, বিজয়ী হয়ে মাঠ কাঁপানো দৌড় বা আনন্দ উদ্‌যাপন। এবারের জাতীয় গণিত অলিম্পিয়াডের আয়োজন ছিল পুরো ভিন্নধর্মী। শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হয়েছে অনলাইনে। তবে গণিতের প্রতি আগ্রহ একটুও কমেনি শিক্ষার্থীদের।

ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিকাল অলিম্পিয়াডে বাংলাদেশের দুটি পদক

ইউরোপিয়ান গার্লস ম্যাথমেটিকাল অলিম্পিয়াড (ইজিএমও)-এ দুটি পদক জিতেছে বাংলাদেশ দল। মোট ৪২ পয়েন্টের এই প্রতিযোগিতায় ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুজহাত আহমেদ ১৫ পয়েন্ট পেয়ে লাভ করেছে রৌপ্যপদক। নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ব্রোঞ্জজয়ী রায়ান বিনতে মোস্তফার অর্জিত পয়েন্ট ৮। দলের অন্য দুই সদস্য হলো ঢাকার টিকাটুলি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আরিফা আলম ও রাজশাহীর সরকারি পি. এন. বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাফা তাসনীম। সব মিলিয়ে বাংলাদেশ দলের মোট পয়েন্ট ছিল ২৭।

সেরা গণিত ক্লাব ২০২০ এর মনোনয়ন

গণিত অলিম্পিয়াড স্বার্থক হয় যখন সারাদেশব্যাপী শিক্ষার্থীরা বছরজুড়ে গণিতের ভয় কাটিয়ে সমস্যা সমাধানের আনন্দে মেতে থাকে৷ এই স্বার্থকতার বড় দাবিদার সারাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা গণিত ক্লাবগুলো। তাই গণিত ক্লাবগুলোকে উৎসাহ প্রদানের লক্ষে এবং গণিত চর্চাকে আরও প্রাণবন্ত করে তুলতে প্রতিবছর সারাদেশের গণিত ক্লাবগুলোর মধ্য থেকে সেরা ক্লাব বাছাই করে পুরস্কৃত করা হয়।

১০ এপ্রিল জাতীয় গণিত অলিম্পিয়াড

জাতীয় গণিত অলিম্পিয়াড ২০২১-এর তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ এপ্রিল ২০২১ তারিখ সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের অনলাইন জাতীয় গণিত অলিম্পিয়াড।

অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াড ২০২১-এর ফলাফল প্রকাশ

অনলাইন আঞ্চলিক অলিম্পিয়াডের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফল পাতা থেকে নির্দিষ্ট ক্যাটাগরি নির্বাচন করে পূর্ণ তালিকা দেখা যাবে। তালিকা থেকে নিজের নাম, অথবা ইউজারনেম লিখে অনুসন্ধানের জন্য পাতার উপরের অংশে একটি অনুসন্ধানের ব্যবস্থা রাখা আছে।

ফলাফল দেখতে https://online.matholympiad.org.bd/results/regional2021 লিংকে ক্লিক করুন।

২৭ মার্চ অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াড ২০২১

অনলাইন আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ মার্চ ২০২১ তারিখে সকাল ০৯:০০ থেকে ১০:০০ পর্যন্ত অনুষ্ঠিত হবে এবারের আঞ্চলিক প্রতিযোগীতা। বাছাই অলিম্পিয়াডের মত আঞ্চলিক অলিম্পিয়াডও অনলাইনে অনুষ্ঠিত হবে। সকল ক্যাটাগরির অলিম্পিয়াড একই সময়ে শুরু হবে।

১২ মার্চ ২০২১ - অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড

গণিত উৎসব ২০২১-এর জন্য যারা নিবন্ধন করেছ, তাদের সবাইকে অভিনন্দন।

আগামী ১২ মার্চ, ২০২১ তারিখে অনলাইন বাছাই অলিম্পিয়াড আয়োজন করা হবে। বাছাই অলিম্পিয়াডের সময়গুলো নিচে দেওয়া হলো:

গণিত অলিম্পিয়াড ২০২১-এর নিবন্ধন শুরু

ডাচ্‌-বাংলা ব্যাংক - প্রথম আলো গণিত উৎসব ২০২১-এর নিবন্ধন শুরু হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ বৃদ্ধি এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য বাংলাদেশ দল নির্বাচনের লক্ষ্যে দেশব্যাপী গণিত অলিম্পিয়াড আয়োজন করা হয়।

Image