‘ডাচ্-বাংলা ব্যাংক - প্রথম আলো গণিত উৎসব ২০২৪’-এর আয়োজনের বিষয়ে নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
গণিত অলিম্পিয়াড কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে এবারের গণিত উৎসব ৩টি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে ‘অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড’, পরবর্তীতে বাছাই পর্বের বিজয়ী নিয়ে ‘আঞ্চলিক গণিত উৎসব’ এবং আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীদের নিয়ে ঢাকায় ‘জাতীয় গণিত উৎসব’ অনুষ্ঠিত হবে।
৩টি ধাপে গণিত অলিম্পিয়াড:
১ম পর্ব: অনলাইন বাছাই গণিত অলিম্পিয়াড (২০২৪ সালে নিবন্ধনকারীর সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক)
তোমার ইউজার নেম ও পার্সওয়ার্ড ব্যবহার করে লগইন করা যাচ্ছে কি না, তা পরীক্ষার আগে যাচাই করে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।
ইউজার নেম বা পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকলে রিসেট করা যেতে পারে। ইউজার নেম ভুলে গেলে https://online.matholympiad.org.bd/search এই লিংক থেকে নিজের নাম লিখে খুঁজে নেওয়া যাবে।
আমরা তোমাদের সব ই–মেইল This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. ঠিকানা থেকে পাঠিয়েছি, তাই ই–মেইল ইনবক্সে এই ঠিকানা লিখে খুঁজলে আগের সব ই–মেইল সহজেই পাওয়া যাবে।
অলিম্পিয়াডের পূর্বে লগইন করলে ‘Participate in the Contest’ বাটন দেখা যাবে। শুধু নির্ধারিত সময়ে সেখানে ক্লিক করলে তোমার জন্য নির্ধারিত প্রশ্নটি দেখতে পারবে। কিন্তু অলিম্পিয়াডের নির্ধারিত সময়ের পূর্বে বা পরে ক্লিক করলে প্রশ্ন দেখা যাবে না।
শুধু যারা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড ২০২৪-এর জন্য রেজিস্ট্রেশন করেছ, তারাই বাছাই অলিম্পিয়াডে অংশ নিতে পারবে।
গণিত অলিম্পিয়াডসংক্রান্ত যেকোনো ধরনের সাহায্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করা যাবে (This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. ) এই ই–মেইল ঠিকানায়।
ই–মেইল পাঠানোর সময় অবশ্যই সেখানে নিজের নাম, ৬ অঙ্কের ইউজার নেম, মোবাইল নম্বর, ই–মেইল, শ্রেণি ও শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে।