বাংলাদেশের শিক্ষার্থীদের গাণিতিক মেধার উৎকর্ষ সাধন এবং দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে প্রেরণের ব্যবস্থা গ্রহণ-এই দুই উদ্দেশ্যকে সামনে রেখে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি যাত্রা শুরু করে। অত্র কমিটি মনে করে যে, বাংলাদেশের সকল প্রান্তের শিক্ষার্থীদের কাছে গণিতের সৌন্দর্য পৌঁছে দেওয়ার জন্য সারা দেশে গণিতের প্রচারে কাজ করছে এমন সংস্থাগুলোর মধ্যে যথাযথ সমন্বয় প্রয়োজন। এ লক্ষ্যে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি সারা দেশে প্রাক-বিশ্ববিদ্যালয় পর্যায়ে গণিত ও বিজ্ঞান নিয়ে কাজ করছে এমন সংস্থাগুলোকে সদস্যপদ ও স্বীকৃতি প্রদান করে আসছে। তার ধারাবাহিকতায় এই ফরম এর মাধ্যমে সারাদেশে সক্রিয় গণিত ক্লাব সমূহের তথ্য সংগ্রহ করা হচ্ছে এই বছরের জন্য।