ক্যাটাগরি | বাংলা মাধ্যম/শিক্ষাবোর্ডের অধীন | ইংরেজী মাধ্যম/ব্রিটিশ সিস্টেম | |
ক. | প্রাইমারী | তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী | Std III - Std V |
খ. | জুনিয়র | ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী | Std VI - Std VIII |
গ. | সেকেন্ডারী | নবম, দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী | O Level and O Level's Examinee |
ঘ. | হায়ার সেকেন্ডারী | একাদশ , দ্বাদশ শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী | A Level and A Level's Examinee |
ক্যাটাগরী নির্ধারণঃ অংশগ্রহণকারীদের ক্যাটাগরী নির্ধারণের জন্য গণিত বছরের ডিসেম্বর মাসে অংশগ্রহণকারী যে শ্রেণীর শিক্ষার্থী থাকবে সেটিই বিবেচিত হবে। যেমন ৪র্থ বাংণাদেশ গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে ২০০৬ সালের ফেব্রুয়ারি মাসে। ডিসেম্বর ২০০৫ সালের অধীত শ্রেনী শির্ক্ষাথীর ক্যাটাগরী নির্ধারণ করবে। ইংরেজী মাধ্যমের বেলায়ও একই নিয়ম প্রযোজ্য হবে।