‘গণিত শেখো, স্বপ্ন দেখো’—এই স্লোগানকে সামনে রেখে ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ১-২ মার্চ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০২৪’ ও ‘২২তম বাংলাদেশ গণিত অলিম্পিয়াড’। ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে।
২দিন ব্যাপী এই আয়োজনের ২য় দিন জাতীয় অলিম্পিয়াদের বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়।
নিচের লিংক থেকে ফলাফল দেখা যাবে: https://online.matholympiad.org.bd/2024-national-results.php