slot88
situs toto slot
situs toto slot 4D
ROGTOTO
ROGTOTO
ROGTOTO
ROGTOTO
ROGTOTO
Hongkonglotto
Hongkong lotto
lottto
Sydneylotto
Sydney lotto
lottto
Hongkonglotto
Hongkong lotto
lottto
Hongkonglotto
Hongkong lotto
lottto
Sydneylotto
Sydney lotto
lottto
ROGTOTO
bandar toto togel 4D
bandar togel
toto togel
toto 4D
toto
4D
situs toto 4D
toto 4D
toto
ROGTOTO
situs toto slot 4d situs toto slot 4d
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড শুরু
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড শুরু

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড শুরু

বাথ শহরের সাংস্কৃতিক কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) ৬৫তম আসরের। যুক্তরাজ্যে চতুর্থবারের মতো সূচনা হলো এই আয়োজনের। এর আগে ১৯৭৯ সালে লন্ডনে, ২০০২ সালে গ্লাসগোতে ও ২০১৯ সালে বাথ শহরে এই আয়োজন হয়। এবারও এই শহরেই হচ্ছে আয়োজনটি। প্রায় ১১০টি দেশের ৬ শতাধিক খুদে গণিতবিদ এ যাবৎকালের সবচেয়ে বড় গণিত অলিম্পিয়াডে অংশ নিচ্ছে। তবে উদ্বোধনী দিন পর্যন্ত বেশ কয়েকটি দেশের প্রতিযোগীরা এসে পৌঁছায়নি।

গতকাল সোমবার স্থানীয় সময় বিকেল ৪টায় আইএমওর উদ্বোধন হয় বাথ শহরের ৯০ বছরের পুরোনো একটি ভবন ‘দ্য ফোরাম’ হলে। এটি ১৯৩৪ সালে একটি সিনেমা হল হিসেবে যাত্রা শুরু করে এবং ১৯৬৯ সালে বন্ধ হয়ে যায়। এখন এটি বিভিন্ন অনুষ্ঠান, কনসার্ট, নাচের স্কুল হিসেবে ব্যবহৃত হয়।

খুদে গণিতবিদদের বর্ণাঢ্য প্যারেড দিয়ে শুরু হয় বিশ্বের প্রাক্‌বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সবচেয়ে মর্যাদার লড়াই আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে মঞ্চে শিক্ষার্থীরা নিজ নিজ দেশের জাতীয় পতাকা নিয়ে হাজির হয়। তার আগে ইউনিভার্সিটি অব বাথ থেকে বিভিন্ন দেশের খুদে গণিতবিদদের আনাগোনায় অনুষ্ঠানস্থলের পুরো প্রাঙ্গণ আনন্দ-উৎসাহে ভরপুর হয়ে ওঠে। নিজ দেশের পতাকা নিয়ে আর অন্যান্য দলের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত ছিল সবাই।

আয়োজক কমিটির চেয়ারম্যান জিওফ স্মিথ অনুষ্ঠানে বলেন, ‘এবারের পৃথিবী অন্য সময়ের চেয়ে অনেক কঠিন, অনেক জায়গায় অনেক রকম মনখারাপের ঘটনা ঘটছে, সারা বিশ্বে অনেক উত্তেজনা চলছে। সবকিছু দূরে রেখে গণিতের জন্য আগামী এক সপ্তাহ ছেলেমেয়েরা কাজ করবে, এটাই আমাদের আনন্দ।’

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের সভাপতি অধ্যাপক গ্রেগর ডলিনার বলেন, এই প্রতিযোগিতা সারা বিশ্বের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে দারুণ এক সুযোগ। বিজ্ঞান ও প্রযুক্তির দুনিয়ার সবচেয়ে বড় এই আয়োজনে বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীদের স্বাগত।

এর আগে গত রোববার স্থানীয় সময় সন্ধ্যায় বাংলাদেশ দলের পাঁচ অংশগ্রহণকারী, উপদলনেতা ও আমি বাথে পৌঁছাই। দলের অন্য এক অংশগ্রহণকারী এস এম এ নাহিয়ান এইচএসসি পরীক্ষার জন্য এক দিন পর বাংলাদেশ থেকে রওনা দেন। কোচ ড. মাহবুব মজুমদার নিয়ম অনুযায়ী ১১ জুলাই ইংল্যান্ডে এসে আয়োজনে যোগ দিয়েছেন।

বাংলাদেশ দলের সদস্যরা হলো মনামী জামান (ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ), জিতেন্দ্র বড়ুয়া (চট্টগ্রাম বাকলিয়া সরকারি কলেজ), তাহসিন খান (ময়মনসিংহ জিলা স্কুল), মো. নাফিজ নূর তাস্বীন (বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ), মুসাহিদ আহমদ (বরিশাল ক্যাডেট কলেজ) এবং এস এম এ নাহিয়ান (ঢাকা কলেজ)। এ ছাড়া উপদলনেতা হিসেবে আইএমও দলের মেন্টর মির্জা মো. তানজিম শরীফ ও পর্যবেক্ষক হিসেবে রয়েছি আমি মুনির হাসান।

এবার ২০তমবারের মতো বাংলাদেশ আইএমওতে অংশ নিচ্ছে। এখন পর্যন্ত বাংলাদেশ দল ১টি স্বর্ণ, ৭টি রৌপ্য, ৩৫টি ব্রোঞ্জপদক ও ৪০টি সম্মানজনক স্বীকৃতি লাভ করেছে।

১৬ ও ১৭ জুলাই দুই দিন পরীক্ষা পর্ব অনুষ্ঠিত হবে। ২১ জুলাই সমাপনী পর্বের মাধ্যমে শেষ হবে এবারের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড।

ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় দেশব্যাপী গণিত অলিম্পিয়াড আয়োজনের মাধ্যমে ৬৫তম আইএমওর জন্য ছয় সদস্যের বাংলাদেশ গণিত দল নির্বাচন করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।