‘ডাচ-বাংলা ব্যাংক–প্রথম আলো গণিত উৎসব ২০২৫’–এ আপনাকে স্বাগতম!
প্রতিবারের মত এবারও এই উৎসবকে সফল করবে ম্যাথ অলিম্পিয়াড ভলান্টিয়ার্সরা। গণিত উৎসবের ২টি ভাগে ম্যাথ অলিম্পিয়াড ভলান্টিয়ার্সরা কাজ করে থাকেন। একটি একাডেমিক স্বেচ্ছাসেবক এবং অন্যটি ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক।
এই ফরমটি ( https://shorturl.at/02Mwi ) শুধু ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক দলে কাজ করতে আগ্রহীদের জন্য।
আবেদন ফরম: https://shorturl.at/02Mwi
আবেদনের শেষ সময়: ১৩ ডিসেম্বর, ২০২৪ (শুক্রবার)
আবেদনকারীর যোগ্যতা:
- যারা এইচএসসি শেষ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে (যেকোন বিষয়) স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন।
- এখনও স্নাতক পর্যায়ে ভর্তি প্রক্রিয়াধীন আছেন, তারা এই কাজে যুক্ত হতে পারবেন।
ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক হিসেবে আপনি নির্বাচিত হলে মেইলের মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
গণিত অলিম্পিয়াড সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন:
- ওয়েবসাইট : http://www.matholympiad.org.bd/
- ফেসবুক পেইজ: https://www.facebook.com/BdMOC/
- ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/BdMOC/
- মুভার্স পেইজ: https://www.facebook.com/MOVersZone/