রোমানিয়ায় অনুষ্ঠেয় ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে আহমেদ জাওয়াদ চৌধুরী দেশের জন্য প্রথম স্বর্ণপদক জয় করেছে। আহমেদ জাওয়াদ চৌধুরী চট্টগ্রামের ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। জাওয়াদ ৪২ এ ৩২ নম্বর পেয়ে স্বর্ণপদক জয় করেছে। এছাড়াও বাংলাদেশ দল ৩টি ব্রোঞ্জপদক ও ২টি অনারেবল মেনশন পেয়েছে।
দলের সদস্য রাহুল সাহা (ঢাকা কলেজ) অনারেবল মেনশন, জয়দীপ সাহা (নটর ডেম কলেজ) ব্রোঞ্জ, তামজিদ মোর্শেদ রুবাব (নটর ডেম কলেজ) ব্রোঞ্জ, তাহনিক নূর সামিন (নটর ডেম কলেজ) ব্রোঞ্জ ও সৌমিত্র দাস (পুলিশ লাইনস হাইস্কুল, ফরিদপুর) অনারেবল মেনশন পেয়েছে। ছয় প্রতিযোগীর সঙ্গে দলে আছেন দলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার এবং উপদলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আগামী ৩-১৪ জুলাই রোমানিয়ায় অনুষ্ঠেয় ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য ছয় সদস্যের বাংলাদেশ দলের সদস্যদের নাম ঘোষণা করেছে।
বাংলাদেশে দলের সদস্যরা হল– আহমেদ জাওয়াদ চৌধুরী (ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম), রাহুল সাহা (ঢাকা কলেজ, ঢাকা), জয়দীপ সাহা (নটরডেম কলেজ, ঢাকা), তামজিদ মোর্শেদ রুবাব (নটরডেম কলেজ, ঢাকা), তাহনিক নূর সামীন (নটরডেম কলেজ, ঢাকা) এবং সৌমিত্র দাস (পুলিশ লাইন্স হাই স্কুল, ফরিদপুর)।
৯ মার্চ শুক্রবার সকাল ৮টায় ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে শুরু হবে দুই দিনব্যাপী ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উত্সব ২০১৮ ও ষোড়শ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। চলতি বছরের জুলাই মাসে রোমানিয়ায় অনুষ্ঠেয় ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে এ বছর সারাদেশের ৩৫টি জেলা শহরে আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে প্রায় ২৫০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই ৩৫টি আঞ্চলিক গণিত উত্সবের বিজয়ী ১৩০০ জন বিজয়ী অংশ নিচ্ছে জাতীয় গণিত উত্সবে ।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার নিন্দা জানাই এবং হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সঙ্গে আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।
এপিএমওর তারিখ: ১৩ মার্চ মঙ্গলবার (সকাল ৯টা থেকে বেলা ১.৩০ পর্যন্ত)
রেজিস্ট্রেশনের তারিখ: ৬ মার্চ ২০১৮, মঙ্গলবার
রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ:
প্রথম আলো কার্যালয়, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এ্যাভিনিউ,
কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।
জাতীয় গণিত উৎসব ২০১৮ –এর পরিবর্তিত তারিখ আগামী ৯ ও ১০ মার্চ, শুক্র ও শনিবার । ৯ মার্চ সকাল ৯টায় ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, আসাদ গেট, মোহাম্মদপুর ঢাকায় শুরু হবে দুই দিনব্যাপী ডাচ্-বাংলা ব্যাংক—প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১৮ ও ষোড়শ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড।
অনিবার্য কারণবশত ৯ ও ১০ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠেয় ডাচ—বাংলা ব্যাংক প্রথম আলো
জাতীয় গণিত উৎসব ২০১৮ স্থগিত করা হলো। উৎসবের পরবর্তী তারিখ ও স্থান বাংলাদেশ
গণিত অলিম্পিয়াড কমিটির ওয়েব সাইট ও প্রথম আলোয় বিজ্ঞাপনের মাধ্যমে জানানো হবে।
আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি জাতীয় গণিত উৎসব ২০১৮। ৯ ফেব্রুয়ারি সকাল ৯টায় ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, আসাদ গেট, মোহাম্মদপুর ঢাকায় শুরু হবে দুই দিনব্যাপী ডাচ্-বাংলা ব্যাংক—প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১৮ ও ষোড়শ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। চলতি বছরের জুলাই মাসে রোমানিয়ায় অনুষ্ঠেয় ৫৯তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচনের লক্ষ্যে এ বছর সারাদেশের ৩৫টি জেলা শহরে আঞ্চলিক গণিত অলিম্পিয়াডে প্রায় ২৫০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই ৩৫টি আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ী ১৩০০ জন শিক্ষার্থী অংশ নিবে জাতীয় গণিত উৎসব ২০১৮ তে।
গণিত উৎসব ২০১৮ এর সর্বমোট ৩৫টি আঞ্চলিক উৎসবের মধ্যে ৩২ টি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সর্বশেষ ৩টি আঞ্চলিক উৎসবের ভেন্যু এবং তারিখ দেওয়া হলো।
গণিত উৎসব ২০১৮ এর সর্বমোট ৩৫টি আঞ্চলিক উৎসবের অধিকাংশ সম্পন্ন হয়েছে। সর্বশেষ ৮টি আঞ্চলিক উৎসবের ভেন্যু এবং তালিখ ঘোষনা করা হচ্ছে। এখানে উল্লেখ্য যে আঞ্চলিক উৎসবের বিজয়ীরা জাতীয় উৎসবে অংশগ্রহন করতে পারবে।
ঢাকা আঞ্চলিক গণিত উৎসবের তারিখ: ১৯ জানুয়ারি ২০১৮ শুক্রবার।
ভেন্যু: ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ।
লক্ষ রাখুন
উৎসব শুরু হবে সকাল সাড়ে ৮টায় l পরীক্ষার সময় মুঠোফোন ব্যবহার করা যাবে না। অলিম্পিয়াডে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না l শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরে আসতে হবে। পরীক্ষার হলে প্রবেশপত্র, কলম ও পেনসিল সঙ্গে নিয়ে আসতে হবে।
শিক্ষার্থীদের আগ্রহের কারণে বিশেষ ব্যবস্থায় ঢাকা আঞ্চলিক উৎসবের জন্য আরও নতুন ৫০০ জনের রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেজিস্ট্রেশনের করতে হবে–অাগামীকাল ১২ জানুয়ারি ২০১৮ শুক্রবার।
সময়: সকাল ৯ টা থেকে ‘আগে এলে আগে’ ভিত্তিতে ৫০০শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা হবে।
রেজিস্ট্রেশনের স্থান: প্রথম আলো কার্যালয়, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভেনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।