১৮ অক্টোবর- ১৯ অক্টোবর, ২০১৯ তারিখে বিডিএমও এর সহযোগিতায় সেন্ট জোসেফস হায়ার সেকেন্ডারি স্কুল আয়োজন করে জোসেফাইট ম্যাথ ম্যানিয়া। জোসেফাইট ম্যাথ ক্লাবের এই বিশাল গণিত আয়োজনে গণিত অলিম্পিয়াড ছাড়াও ছিল সুডোকু, রুবিক্স কিউব সল্ভিং , পাজল সল্ভিং, কুইজ এবং প্রোগ্রামিং কন্টেস্ট।
প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল টিনেজারস ম্যাথমেটিকস অলিম্পিয়াডে(আইটিএমও) অংশগ্রহন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দল। এবারের আইটিএমও-২০১৯ অনুষ্ঠিত হয় ১৩ অক্টোবর- ১৭ অক্টোবরে ভারতের সিটি মন্টেসরি স্কুল,গোমতী নগর ১ ক্যাম্পাসে ।
বাংলাদেশ দলের প্রতিযোগী মোঃ ফোয়াদ আল আলম ব্রোঞ্জ পদক এবং ইপ্সিতা জাহান বিশেষ সম্মাননা পুরষ্কার লাভ করে। বাংলাদেশ দলের সাথে দলনেতা হিসেবে ছিলেন একাডেমিক কাউন্সিলর সকাল রায় এবং সহদলনেতা একাডেমিক কাউন্সিলর জুনায়েদ কামাল নিবিড়।
“এবার ভাইয়ারা পেল, সামনেবার আমরা দেখিয়ে দেবো"-পুরষ্কার বিতরণী একের পর এক নাম ঘোষণার ফাঁকে এক ক্ষুদে গণিতবিদ এর আবছা কন্ঠে ভেসে আসা কথাগুলো শোনা গেল মেহেরপুরের গাংনীতে। যেখানে প্রতিযোগিতায় পুরষ্কার না জেতার বেদনাকে ছাপিয়ে উৎসবের আনন্দটাই বড় করে দেখা গেল গত ০৫ অক্টোবর গাংনী গণিত পরিবার আয়োজিত “মেহেরপুর জেলাব্যাপী গণিত উৎসব ২০১৯” এ। “গণিতের ভয়, করব জয়” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত দিনব্যাপী এই উৎসবে জেলার তিন উপজেলার প্রায় ১২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
১২ সেপ্টেম্বর –১৫ সেপ্টেম্বর, ২০১৯ চিটাগং গ্রামার স্কুলে বিডিএমও শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা এবং গণিত ও প্রোগ্রামিং ক্যাম্প অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন একাডেমিক কাউন্সিলর সকাল রায়, একাডেমিক কো অর্ডিনেটর শারাফুল আল শাকুর, নাফিস তিহাম এবং একাডেমিক সদস্য দীপন দেব নাথ, সৌরভ সাহা । শিক্ষকদের সেশনে আইএমও এবং জাতীয় গণিত ক্যাম্পের গল্প শোনায় বাংলাদেশ আইএমও টিম ২০১৯ এর সদস্য লাজিম, ইত্তিহাদ এবং জাতীয় গণিত ক্যাম্পের অংশগ্রহন কারী অতনু এবং তাশকি।
খুলনার সরকারী করোনেশন বালিকা বিদ্যালয়ে ৩১ আগস্ট ৩য় থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট ৬০০ এর বেশি শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠিত হয় গণিত ক্যাম্প।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সহযোগিতায় ১৬ আগস্ট- ১৮ আগস্ট, ২০১৯ তারিখে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালইয়ে বোসন বিজ্ঞান সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় গণিত ও প্রোগ্রামিং ক্যাম্প। ক্যাম্পে গণিতের মজার মজার বিষয় নিয়ে বিভিন্ন সেশন পরিচালনা করেন একাডেমিক সদস্য ফিরোজ সিকদার, একাডেমিক কাউন্সিলর সকাল রায়, একাডেমিক কোওর্ডিনেটর আশরাফুল আল শাকুর এবং ২০১৫, ২০১৬ ,২০১৭ সালের বাংলাদেশ আইএমও দলের সদস্য মোঃ সাব্বির রহমান।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সহযোগিতায় ৮ আগস্ট – ৯ আগস্ট,২০১৯ তারিখে বি এ এফ শাহীন কলেজে ত্রিভুজ ম্যাথ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় গণিত ক্যাম্প। ক্যাম্পে গণিতের মজার মজার বিষয় নিয়ে বিভিন্ন সেশন পরিচালনা করেন একাডেমিক কাউন্সিলর সকাল রায়, একাডেমিক সদস্য মোয়াজ মাহমুদ, নাসিম আকাশ, ঐন্দ্রিসহ আরো অনেকে।
শ্রীনিভাস রামানুজন ম্যাথ ক্লাবের আয়োজনে বিডিএমও এর সহযোগিতায় ৬ আগস্ট – ৭ আগস্ট, ২০১৯ তারিখে খুলনা পাবলিক কলেজে অনুষ্ঠিত হয়েছে ম্যাথ ক্যাম্প।
জোসেফাইট ম্যাথ ক্লাবের আয়োজনে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহযোগিতায় ৬ আগস্ট,২০১৯ সেন্ট জোসেফস হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত হয় গণিত কর্মশালা। কর্মশালা পরিচালনা করেন গণিত অলিম্পিয়াড একাডেমিক টিমের সদস্য নুরুল আলম পাভেল।
শ্রীনিভাস রামানুজন ম্যাথ ক্লাবের আয়োজনে বিডিএমও এর সহযোগিতায় ৩ আগস্ট ও ৫ আগস্ট,২০১৯ তারিখে খুলনার মন্নুজান সরকারি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ম্যাথ ক্যাম্প।
গণিতের ভয়,হয়েছে জয়।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের উদ্যোগে ১০ জুলাই- ১১ জুলাই, ২০১৯ তারিখে বেগম গুল চেমন আরা একাডেমিতে স্বপ্নবিলাস বিদ্যানিকেতন স্পেশাল গণিত ক্যাম্পের আয়োজন করে । ক্যাম্পে
অংশগ্রহণকারী ক্ষুদে গণিতবিদদের মুখে ছিল রাজ্য জয়ের ছাপ।। গণিতের সকল মজার মজার সমস্যা ও Puzzle সমাধান করে গণিতবিদেরা মহা খুশি। প্রতিটা সমস্যা দেওয়ার সাথে সাথে প্রতিযোগিতা শুরু হয়ে যায় কার আগে কে সমাধান করবে। সবার শেষে হাসিমুখে বাড়ি ফেরা।
বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের উদ্যোগে ৭ জুলাই – ৮ জুলাই, ২০১৯ তারিখে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, চট্টগ্রামে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর সকাল রায় এবং একাডেমিক কো-অর্ডিনেটর আশরাফুল আল শাকুর।